Viral Video: জনপ্রিয় তামিল গান ‘Tum Tum’-এর হিন্দি ভার্সন গাইলেন ইউটিউবার, নেটপাড়ায় অদ্ভুত মুগ্ধতা
ইনস্টাগ্রামে এই গানটি আসলে গেয়েছিলেন আক্স বাঘলা নামের এক গায়ক। ইনস্টা বায়োতে আক্স নিজেকে ইউটিউবার এবং গায়ক হিসেবে দাবি করেছেন। ছোট্ট ক্লিপটিতে আক্স-কে দেখা গিয়েছে বিখ্যাত তামিল গান 'Tum Tum'-এর হিন্দি ভার্সনটি গাইছেন।
Tum Tum Hindi: ইনস্টাগ্রাম খুললেই এখন আপনি সবথেকে বেশি একটাই গানের রিলস দেখতে পাবেন। আর সেটি হল জনপ্রিয় তামিল গান ‘Tum Tum’। এবার এক মিউজ়িশিয়ান জনপ্রিয় সেই তামিল গানের একটি হিন্দি ভার্সন নিয়ে হাজির হলেন। আপনি যদি রিলস বানানোর জন্য নতুন কোনও গানের খোঁজ করেন, তাহলে ‘তুম তুম’ হিন্দি ভার্সনটি আপনার জন্য চমৎকার হতে পারে! ওই নতুন বোতলে পুরনো মদের মতো ব্যাপারটা আর কী! শুধু তাই নয়। ওই মিউজ়িশিয়ান একটি টুইস্টও দিয়েছেন। গানের শুরুটা ওই গায়ক শুরু করেছিলেন ‘মানিকে মাগে হিথে’ দিয়ে। YouTube India এই ভিডিয়োটি শেয়ার করেছে, যা এখন ব্যাপক ভাইরাল হয়েছে।
ইনস্টাগ্রামে এই গানটি আসলে গেয়েছিলেন আক্স বাঘলা নামের এক গায়ক। ইনস্টা বায়োতে আক্স নিজেকে ইউটিউবার এবং গায়ক হিসেবে দাবি করেছেন। ছোট্ট ক্লিপটিতে আক্স-কে দেখা গিয়েছে বিখ্যাত তামিল গান ‘Tum Tum’-এর হিন্দি ভার্সনটি গাইছেন। আর গানের শুরুটাই তিনি করেছেন শ্রীলঙ্কার ‘মানিকে মাগে হিথে’ গানটির ম্যাশ আপ করে।
View this post on Instagram
ইউটিউব ইন্ডিয়া এই ভিডিয়োটি শেয়ার করে লিখছে, “এই গান শুনে থেমে থাকতে পারবেন না।” অল্প সময়ের মধ্যেই ভিডিয়োটির ভিউ 2 লাখ ছাপিয়ে গিয়েছে। ওরিজিনাল ভিডিয়োটির ভিউ এর মধ্যেই 6.5 মিলিয়নের বেশি হয়ে গিয়েছে। আক্সের এই গান শুনে নেটিজ়েনরা অবিশ্বাস্যভাবে মুগ্ধ হয়েছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, “এটা আমার কাছে অপ্রত্যাশিত এবং আশ্চর্যজনক কিছু ছিল। গানটা শোনার পর যেন আমার মাথার উপর দিয়ে প্রজাপতিরা উড়ছিল!” আর একজন যোগ করলেন, “তোমার অন্যান্য গানের মতোই এটাতেও ফাটিয়ে দিয়েছো আক্স।”