Dirtiest City in Bengal: দেশের সবথেকে অপরিচ্ছন্ন শহর হাওড়া, তালিকায় কলকাতা, ভাটপাড়া, মধ্যমগ্রাম…

Jan 13, 2024 | 9:19 AM

Dirtiest City in Bengal: পরিচ্ছন্নতা, শৌচাগারের ব্যবস্থা সহ বিভিন্ন মাপকাঠিতে স্বচ্ছতার সমীক্ষা করা হয়। তার ওপর ভিত্তি করেই এই তালিকা তৈরি করা হয়। এই সমীক্ষায় অংশ নেয় ৪ হাজার ৪৪৭টি শহর। বিশ্বের মধ্যে এটাই স্বচ্ছতার সবথেকে বড় সমীক্ষা বলে উল্লেখ করা হয়।

Dirtiest City in Bengal: দেশের সবথেকে অপরিচ্ছন্ন শহর হাওড়া, তালিকায় কলকাতা, ভাটপাড়া, মধ্যমগ্রাম...
ফাইল ছবি
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: জঞ্জাল মুক্ত শহরে বাস করতে কে না পছন্দ করেন। পরিষ্কার রাস্তাঘাট, স্বচ্ছ কাচের মতো জলাশয় দেখতে চান প্রত্যেকেই। তবে নাগরিক ও প্রশাসন উভয়ে চেষ্টা করলে তবেই সেটা সম্ভব। আর এই ক্ষেত্রে কার্যত নজির গড়েছে মধ্য প্রদেশের ইন্দোর। একটানা সাত বার সবথেকে পরিচ্ছন্নতম শহরের তকমা পেল এই শহর। স্বচ্ছ সুরবেক্ষণ নামে যে সমীক্ষার রিপোর্ট প্রতি বছর প্রকাশিত হয়, সেই তালিকায় এবছরও সবার ওপরে জায়গা করে নিয়েছে ইন্দোর। তবে পশ্চিমবঙ্গের একাধিক শহরে যে পরিচ্ছন্নতার অভাব রয়েছে, সেই তথ্যই উঠে এসেছে এই সমীক্ষায়। ওই তালিকায় একেবারে নীচের দিকে যে ১০টি শহর আছে, সবকটিই পশ্চিমবঙ্গের। কলকাতা ও হাওড়ার মতো গুরুত্বপূর্ণ শহরও রয়েছে সেই তালিকায়।

পরিচ্ছন্নতা, শৌচাগারের ব্যবস্থা সহ বিভিন্ন মাপকাঠিতে স্বচ্ছতার সমীক্ষা করা হয়। তার ওপর ভিত্তি করেই এই তালিকা তৈরি করা হয়। এই সমীক্ষায় অংশ নেয় ৪ হাজার ৪৪৭টি শহর। বিশ্বের মধ্যে এটাই স্বচ্ছতার সবথেকে বড় সমীক্ষা বলে উল্লেখ করা হয়।

সবথেকে অপরিচ্ছন্ন শহর হল হাওড়া। এছাড়াও নীচের দিকে রয়েছে, এ রাজ্যের কল্যাণী, মধ্যমগ্রাম, কৃষ্ণনগর, আসানসোল, রিষড়া, বিধাননগর, কাঁচড়াপাড়া, কলকাতা ও ভাটপাড়া। এর মধ্যে কলকাতা ও ভাটপাড়ার অবস্থা কিছুটা ভাল হলেও বাকি শহরগুলো পরিচ্ছন্নতার মাপকাঠিতে ১০০০ ও পার করেনি।

এছাড়াও শিলং ও বিহারের খাগড়াগড়িও বেশি পরিচ্ছন্ন নয়। মধ্য প্রদেশের ইন্দোরের পর পরিচ্ছন্ন শহরের তালিকায় রয়েছে সুরাট, নাভি মুম্বই, বিশাখাপত্তনম ও ভোপাল। রাজ্যের ক্ষেত্রে পরিচ্ছন্নতায় সবার আগে রয়েছে মহারাষ্ট্র। তারপর মধ্য প্রদেশ ও ছত্তিসগঢ়। অপরিচ্ছন্ন রাজ্যগুলির তালিকায় রয়েছে অরুণাচল প্রদেশ, মিজোরাম, রাজস্থান, নাগাল্যান্ড।

Next Article