Nadia Train Accident: প্রধানমন্ত্রী মোদীকে দেখতে এসে মর্মান্তিক পরিণতি, ট্রেনের ধাক্কায় মৃত ৪

আজ পশ্চিমবঙ্গে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর কিছুক্ষণ পরই নদিয়ার তাহেরপুরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। তার আগেই মর্মান্তিক দুর্ঘটনার খবর এল। ট্রেনের ধাক্কায় কমপক্ষে তিনজনের মৃত্যু হল। এরা সকলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে এসেছিলেন বলে জানা গিয়েছে।

Nadia Train Accident: প্রধানমন্ত্রী মোদীকে দেখতে এসে মর্মান্তিক পরিণতি, ট্রেনের ধাক্কায় মৃত ৪
প্রতীকী চিত্র।Image Credit source: X

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 20, 2025 | 12:37 PM

তাহেরপুর: মোদীর সভায় যোগ দিতে এসে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল চারজনের। আহত আরও একজন। তাহেরপুর স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটে। মৃত ও আহতরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে।

আজ পশ্চিমবঙ্গে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর কিছুক্ষণ পরই নদিয়ার তাহেরপুরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। তার আগেই মর্মান্তিক দুর্ঘটনার খবর এল। ট্রেনের ধাক্কায় কমপক্ষে চারজনের মৃত্যু হল। এরা সকলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে এসেছিলেন বলে জানা গিয়েছে।

রেল সূত্রে খবর, তাহেরপুর এবং বাদকুল্লার মাঝখানে দুর্ঘটনাটি ঘটেছে। রেললাইনের উপর দিয়ে সভাস্থলে যাচ্ছিলেন বিজেপি সমর্থকরা। সেই সময়ই ঘটনাটি ঘটে। আহতদের শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুইজনের অবস্থাই আশঙ্কাজনক। 

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় রামপ্রসাদ ঘোষ (৭৪), মুক্তিপদ সূত্রধর (৫৫) ও গোপিনাথ দাসের (৩৫)। তিনজনেরই বাড়ি বড়ঞা থানা এলাকায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় ভৈরব ঘোষের (৪৭)।  এছাড়াও এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। মৃত বিজেপি সমর্থকদের বাড়িতে ইতিমধ্যেই পৌঁছেছেন বড়ঞা ব্লকের তৃণমূল নেতা মাহে আলম ও গোলাম মুর্শেদ।