AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গরুপাচার কাণ্ডে জেলে যাবেন অভিষেক, ভবিষ্যদ্বাণী সৌমিত্রর

বিগত কয়েক মাসে বিজেপির আক্রমণের অভিমুখ পুরোপুরি ঘুরে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। 'তোলাবাজি, কাটমানি'র অভিযোগ তুলে তার সঙ্গে 'ভাইপো'কে নিশানায় নেওয়া শুরু করেছে গেরুয়া শিবির

গরুপাচার কাণ্ডে জেলে যাবেন অভিষেক, ভবিষ্যদ্বাণী সৌমিত্রর
গরুপাচার কাণ্ডে জেলে যাবেন অভিষেক, ভবিষ্যদ্বাণী সৌমিত্রর
| Updated on: Jan 10, 2021 | 4:38 PM
Share

উত্তর ২৪ পরগনা: কয়লা ও গরুপাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI) ঠিক কোনদিকে হাত বাড়াচ্ছে, তা আভাস বিজেপি নেতাদের বয়ান থেকেই পাওয়া যাচ্ছে। এদিন উত্তর ২৪ পরগনায় দলীয় কর্মসূচিতে এসে বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ (Soumitra Khan) দাবি করেন, “গরুপাচার কাণ্ডে জেলে যেতে হবে যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)।”

বিগত কয়েক মাসে বিজেপির আক্রমণের অভিমুখ পুরোপুরি ঘুরে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। ‘তোলাবাজি, কাটমানি’র অভিযোগ তুলে তার সঙ্গে ‘ভাইপো’কে নিশানায় নেওয়া শুরু করেছে গেরুয়া শিবির। পাচার কাণ্ডে বিনয় মিশ্রর বাড়িতে সিবিআই তল্লাশি চালানোর পর থেকেই আরও উজ্জীবিত বিজেপি। দিনদুয়েক আগেই কৈলাস বিজয়বর্গীয় বলেছিলেন, “যেদিন বিনয় মিশ্র গ্রেফতার হবে, সেদিনই সবাই জেনে যাবে তোলাবাজি থেকে অভিষেক কত কোটি টাকা রোজগার করেছে। কীভাবে কয়লা মাফিয়া, গরু মাফিয়া ও সিন্ডিকেটের টাকা অভিষেকের কাছে পৌঁছেছে, তার সব প্রমাণ সামনে আসবে।”

আর এদিন সৌমিত্র খাঁ দাবি করলেন, “গরুপাচার কাণ্ডে অভিষেককে জেলে যেতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে থাকবেন এটা নিশ্চিত, এবং জেলে বসে মানুষের কাছে জবাব দিতে বাধ্য হবেন।” এর পাশাপাশি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তিনি ‘বিষবৃক্ষের দল’ বলে আখ্যা দেন। রবিবার গুমা এলাকায় একটি মিলনোৎসব ও বনভোজন অনুষ্ঠানে যোগদান সৌমিত্র আরও অভিযোগ করেন, “যুব তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনার সভাপতি দেবরাজ চক্রবর্তীও গরুপাচার ও কয়লা পাচারের সঙ্গে যুক্ত।”

আরও পড়ুন: কন্যাসন্তান হওয়ায় মানসিক চাপ! দুই মেয়েকে জলে ডুবিয়ে খুন করল মা!

জেলার তৃণমূল সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও ছিলেন সৌমিত্রর নিশানায়। তিনি বলেছেন, “আসন্ন বিধানসভা ভোটে জ্যোতিপ্রিয় মল্লিক ৫০ থেকে ৬০ হাজার ভোটে হারবেন।” পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়র, সৌগত রায়রা ক্ষমতার লোভে যা খুশি বক্তৃতা দিচ্ছেন বলে জানান বিষ্ণুপুরের এই বিজেপি সাংসদ।

আরও পড়ুন: ইনস্টায় আলাপ, ব্যাঙ্ক কর্মীর মেয়েকে সিঁদুর পরিয়ে বিয়ে, একটা ‘ভুলেই’ সব ফাঁস!