TV9 বাংলা ডিজিটাল: বছরকয়েক ‘নিখোঁজ’ থাকার রাজ্যে ফিরে এসেছেন বিমল গুরুং (Bimal Gurung)। ধীর গতিতে ক্রমশই বৃদ্ধি করছেন রাজনৈতিক সক্রিয়তাও। মোর্চা নেতা নিজে অজ্ঞাতবাসে থাকায় তাঁর অনুগামীরাও দীর্ঘদিন বসেই ছিলেন। তবে বিমল রাজ্যে ফিরে আসায় ক্রমশ মোর্চা কর্মীরাও সক্রিয় হতে শুরু করেছেন। এখন অপেক্ষা রয়েছে বিমল গুরুংয়ের পাহাড়ে ফেরার।
সূত্রের খবর, হারানো জমি ফিরে পেতে একের পর এক সভা করার পরিকল্পনা নিয়েছে মোর্চা শিবির। ডুয়ার্সের বিভিন্ন এলাকায় মোর্চা কমিটিগুলোকে সাজিয়ে তোলার প্রস্তুতি সেরে ফেলা হচ্ছে। জানা গিয়েছে, বিমল গুরুং ফিরে এলে তাঁকে দিয়ে মাদারিহাট ও কালচিনি ব্লকে একাধিক সভা করানো হবে। বস্তুত, বিমল ফিরে আসায় তাঁর শিবিরের সমর্থকেরা উজ্জীবিত। এবং আসন্ন সময়ে, বিশেষ করে বিধানসভা ভোটের আগে তাঁকে দিয়ে একের পর এক সভা করানোর পরিকল্পনা নিয়েছে মোর্চা নেতৃত্ব।