AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিশ্বভারতীর ভিতরে ‘কবর’, বিছনো গাঁদা ফুল, ঘুম ছুটেছে স্থানীয় বাসিন্দাদের

বিগত কয়েক মাস ধরেই একাধিক বিষয়ে শিরোনামে উঠে এসেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নাম।

বিশ্বভারতীর ভিতরে 'কবর', বিছনো গাঁদা ফুল, ঘুম ছুটেছে স্থানীয় বাসিন্দাদের
বিশ্বভারতীতে 'কবর'
| Updated on: Feb 04, 2021 | 10:31 PM
Share

বীরভূম: সকাল সকাল বিশ্বভারতীতে (Viswa Bharati) মাটির ঢিপি ঘিরে চাঞ্চল্য। বিশ্ববিদ্যালয়ে অন্দরেই বাংলাদেশ ভবনের সামনে বৃহস্পতিবার সকালে দেখা যায় একটি রহস্যজনক ঢিপি। যা দেখতে অনেকটা ‘কবরের’ মতো। সেই মাটির ঢিপির উপর রাখা রয়েছে গাঁদার মালা। রয়েছে তোষকও। সকাল সকাল হঠাৎ এই দৃশ্য দেখে ঘুম উড়েছে স্থানীয় মানুষের।

রাতারাতি কে তৈরি করল ঢিপি? এই সওয়ালেই ফের প্রশ্নের মুখে ক্যাম্পাসের নিরাপত্তা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে তৈরি বাংলাদেশ ভবন। যা বিশ্বভারতীর অন্যতম আন্তর্জাতিক ভবন। বৃহস্পতিবার সকালে দেখা যায় গাঁদা ফুলে মোড়া ঢিপির পাশে তোষক ও থালা। এক ঝলকে দেখে বোঝার উপায় নেই সেটি মাটির ঢিপি নাকি সত্যিকারের ‘কবর’! তবে সেটি আদৌ ‘কবর’ কিনা সেই বিষয় এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: পাখির চোখ মালদা, ম্যারাথন সভা করবেন মোদী-শাহ-নাড্ডা-যোগী

বাংলাদেশ ভবনের সামনে ২৪ ঘণ্টা নিরাপত্তা রক্ষী মোতায়েন থাকে। তাঁদের নজর এড়িয়ে কারা খুঁড়ল মাটি? মাথাচাড়া দিয়ে উঠছে এই প্রশ্নই। ক্যাম্পাসের মধ্যে এহেন ঘটনায় আরও একবার নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতিকেই দায়ী করছেন ছাত্রছাত্রীদের একাংশ। এ নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই একাধিক বিষয়ে শিরোনামে উঠে এসেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নাম।