মাদারিহাট: উপ নির্বাচন নিয়ে জল্পনা ছিল অনেক। অবশেষে শনিবার প্রকাশ হচ্ছে ফলাফল। রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনেই এগিয়ে আছে তৃণমূল। এমনকী মাদারিহাট, যেখানে কখনও ঘাসফুল ফোটেনি সেখানেও বিপুল ভোটে এগিয়ে গিয়েছে শাসক দল। সকাল ১০টা পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী প্রায় ১০,০০০ ভোটে এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির।
শেষ পাওয়া আপডেট অনুযায়ী, মাদারিহাটের তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পোর প্রাপ্তি ১৮ হাজারের বেশি ভোট। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী রাহুল লোহার। তাঁর প্রাপ্তি ৮ হাজারের কিছু বেশি ভোট।
২০১৬ ও ২০২১- পরপর দুই বিধানসভা নির্বাচনে মাদারিহাট কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপির মনোজ টিগ্গা। চলতি বছরে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার থেকে লড়েন তিনি। জয়ী হয়ে তিনি সাংসদ হওয়ায় মাদারিহাট বিধানসভা আসন ফাঁকা হয়ে যায়। সেই আসনে উপনির্বাচন হচ্ছে ৷
১৩ বছর তৃণমূল ক্ষমতায় থাকলেও, উত্তরবঙ্গের এই আসনে কখনও জোড়াফুল ফোটেনি। ১৯৬৯ থেকে ২০১১ পর্যন্ত বাম শরিক আরএসপির গড় ছিল মাদারিহাট। রাজ্যে পালাবদলের পর থেকে চা বাগান অধ্যুষিত এই কেন্দ্রে বিজেপি জিতে আসছে।