মালদহের পর আলিপুরদুয়ার জেলা পরিষদ হাতছাড়া? তৃণমূলের জন্য অশনি সংকেত

সৈকত দাস | Edited By: সৌরভ পাল

Mar 29, 2021 | 7:18 PM

গত পঞ্চায়েত নির্বাচনে আলিপুরদুয়ার জেলা পরিষদের ১৮ টি আসনের মধ্যে ১৭ টিতেই জয়লাভ করে তৃণমূল। এদিকে তাঁর ক্ষোভের কথা জানানোর সময় মোহনবাবু দাবি করেছেন, ১৭ জেলা পরিষদের মধ্যে ১৬ জন তাঁর সঙ্গে রয়েছেন। তাহলে কি শুধু দলীয় নেতা-কর্মী নন, জেলা পরিষদের সদস্যদের নিয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন মোহন?

মালদহের পর আলিপুরদুয়ার জেলা পরিষদ হাতছাড়া? তৃণমূলের জন্য অশনি সংকেত
অলংকরণ: অভীক দেবনাথ

Follow Us

আলিপুরদুয়ার: একুশের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) মুখে ভাঙনের মুখে আলিপুরদুয়ারের তৃণমূল সংগঠন। জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা মোহন শর্মার সদলবলে বিজেপিতে যোগদান সময়ের অপেক্ষা বলে খবর। এর মধ্যেF মোহনবাবুর ঘনিষ্ঠ বন্ধু তথা কালচিনি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অসীম মজুমদার জানিয়ে দিলেন যে, তাঁরা আর তৃণমূলে থাকছেন না। দু-একদিনের মধ্যেই নতুন দলে যোগ দেবেন। যার প্রেক্ষিতে প্রশ্ন উঠল এবার মালদহের পর আলিপুরদুয়ার জেলা পরিষদও হারাতে চলেছে তৃণমূল (TMC)?

সোমবার কালচিনি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অসীম মজুমদার বলেন, “আমরা আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর নেই। আমাদের নেতা মোহন শর্মার সঙ্গে আমরা কয়েক দফায় বৈঠক করেছি। যেখানে সম্মান নেই সেখানে আমরা নেই। দু-একদিনের মধ্যেই আমরা তাঁর অনুগামীরা মোহন শর্মার নেতৃত্বে অন্য কোন দলে যোগ দিচ্ছি। যোগ দেওয়ার আগে আপনাদের আমরা জানিয়ে দেব কোন দলে যোগ দিচ্ছি।” এদিকে অসীম মজুমদারের এই বক্তব্যে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। কোন দলে তাঁরা যোগ দিচ্ছেন তা এখনই পরিষ্কার না করলেও মোহন শর্মা বিজেপিতেই যাচ্ছেন বলে সূত্রের খবর। আর এই খবর প্রকাশ্যে আসতেই অন্য আরেকটি জল্পনা তুঙ্গে উঠেছে। সেটা হল, একুশের বিধানসভা ভোটের ফল বেরনোর আগে মালদার পর উত্তরবঙ্গের আরও এক জেলা পরিষদ কি এবার হাতছাড়া হচ্ছে তৃণমূলের?

গত পঞ্চায়েত নির্বাচনে আলিপুরদুয়ার জেলা পরিষদের ১৮ টি আসনের মধ্যে ১৭ টিতেই জয়লাভ করে তৃণমূল। এদিকে তাঁর ক্ষোভের কথা জানানোর সময় মোহনবাবু দাবি করেছেন, ১৭ জেলা পরিষদের মধ্যে ১৬ জন তাঁর সঙ্গে রয়েছেন। তাহলে কি শুধু দলীয় নেতা-কর্মী নন, জেলা পরিষদের সদস্যদের নিয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন মোহন? এই প্রশ্ন উঠছে।

ইতিমধ্যে সরকারি ও দলীয় পদ ছেড়ে দিয়েছেন আলিপুরদুয়ার জেলার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা মোহন শর্মা। তিনি একদিকে যেমন আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর, জেলা আইসিডিএস কমিটির চেয়ারম্যান তেমনি তরাই ডুয়ার্স কালচারাল ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান-সহ মোট নটি সহকারি পদে ছিলেন। এছাড়া দলের রাজ্য কোর কমিটির সদস্য ও জেলা কমিটির আমন্ত্রিত সদস্য ছিলেন মোহন শর্মা। কিছুদিন আগে সাংবাদিক সম্মেলন করে দলের ও সরকারি সব পথ ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। যদিও সাধারণ কর্মী হিসেবে তিনি তৃণমূলে থাকছেন এবং নির্বাচিত জেলা পরিষদ সদস্যপদ তিনি ছাড়ছেন না বলে জানিয়ে দিয়েছিলেন মোহনবাবু। কিন্তু শীঘ্রই তাঁরা দলও ছাড়ছেন বলে জানালেন তৃণমূলের ব্লক সভাপতি অসীম মজুমদার।

মোহনবাবুর নিজের কথায়, “তৃণমূলের কালচিনির প্রার্থীকে জেতালে কালচিনির মানুষের সঙ্গেই অন্যায় করা হবে। সেই কারণে আমি এই ভোটে কোন রকম প্রচার করছি না। আমার সঙ্গে যারা আমার দলের সহকর্মী রয়েছেন তাঁদের কাউকেই আমি কোন পদ থেকে সরে আসতে বলিনি। তবে এটুকু বলতে পারি, জেলা পরিষদের আমাদের ১৭ জন সদস্য। আমি বাদে আর যে ১৬ জন সদস্য রয়েছে তাঁরা সকলেই আমার সঙ্গে রয়েছেন।

আরও পড়ুন: দ্বিতীয় দফা সামলাতে আরও কড়া কমিশন, ৩১ আসনে বাড়ছে বাহিনীর সংখ্যা

এদিকে এনিয়ে কিছুই জানা নেই বলে জানান আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার।

Next Article