বসিরহাট: মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে তুমুল গোলমাল। অভিযোগ, সেই গোলমালের মধ্যে চলল গুলি। এদিকে সে সময় একজন মিষ্টি কিনতে এসেছিলেন দোকানে। তাঁরই গুলি লাগে। জখম অবস্থায় নবীনকুমার দাস নামে গুলিবিদ্ধ ব্যক্তিকে বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতা আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বসিরহাট থানার কলেজ পাড়ায় রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
টাকি রোডে তাপস মণ্ডলের মিষ্টির দোকান। তিনি বলেন, “চারজন এসেছিল। এসে ওরা টেবিলে বসে রসগোল্লার অর্ডার দেয়। আমাদের কর্মচারী তা দিলে বলে এটা ভাল রসগোল্লা না। বলে, তোমরা লোক ঠকিয়ে ব্যবসা করছ। এই নিয়েই ঝামেলা লেগে যায়। আমি শুধু বলেছি দাদা একটু আসতে বলুন। এরপর আমাকে মারতে থাকে। কর্মচারীরা ঠেকাতে এলে ওদেরও মারে। মারধর করে চলেও যায় তারা। কিন্তু কিছু পরেই আবার মেশিন নিয়ে আসে। এরপরই গুলি চালায়।”
এদিকে যিনি গুলিবিদ্ধ হন সেই নবীনকুমার দাস হাসপাতালের বেডে শুয়ে বলেন, “আমি ওষুধ কিনে মিষ্টি কিনতে ঢুকি দোকানে। ওরা হঠাৎ করে বলল এই লোকটা। আমি কাউকে চিনিও না। কিছু বোঝার আগেই গুলি চালাল। কারও সঙ্গে আমার কোনও ঝামেলাও হয়নি। হঠাৎ পিস্তল বের করে গুলি চালিয়ে দিল। ২ বার গুলি চালিয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না।”