Police Job: পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার ৯ লক্ষ টাকা তোলার অভিযোগ, পুলিশেরই জালে প্রতারক

| Edited By: জয়দীপ দাস

Nov 28, 2025 | 11:45 PM

Gangarampur: পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে পাতা হয়েছিল ফাঁদ। চাকরি দেওয়ার নাম করেই তোলা হয়েছিল ৯ লক্ষ টাকা। শেষ পর্যন্ত টাকা নিয়ে পালাতে গিয়ে পুলিশের জালে প্রতারক। চাকরিপ্রার্থীর মার্কশিট, সার্টিফিকেটও আটকে রাখার অভিযোগ উঠেছে ওই প্রতারকের বিরুদ্ধে।

গঙ্গারামপুর: টাকার ব্য়াগ নিয়ে পালানোর চেষ্টা। শেষ পর্যন্ত ধাওয়া করে অভিযুক্তকে ধরল পুলিশ। গঙ্গারামপুরে পুলিশের জালে প্রতারণা চক্রের অন্যতম মাথা। রবিবার পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা। পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে পাতা হয়েছিল ফাঁদ। চাকরি দেওয়ার নাম করেই তোলা হয়েছিল ৯ লক্ষ টাকা। শেষ পর্যন্ত টাকা নিয়ে পালাতে গিয়ে পুলিশের জালে প্রতারক। চাকরিপ্রার্থীর মার্কশিট, সার্টিফিকেটও আটকে রাখার অভিযোগ উঠেছে ওই প্রতারকের বিরুদ্ধে। প্রথমে গ্রেফতার করা হয় এক সিভিক ভলান্টিয়রকে। তার সূত্র ধরেই চক্রের মূল মাথা পাকড়াও।