Witch: চুল কেটে, মল-মূত্র পর্যন্ত খেতে বাধ্য করে বৃদ্ধাকে! মধ্যযুগীয় বর্বরতাও লজ্জা পাবে

Durgapur: বৃদ্ধার অভিযোগ, কয়েকজন অকারণেই তাঁকে নানাভাবে গঞ্জনা করতেন। এরপর লাউদোহা থেকে একজন ওঝাও ডেকে আনা হয় গ্রামে। সেই ওঝাই ঝাড়ফুঁক তুকতাক করে বৃদ্ধাকে ডাইনি বলে ঘোষণা করেন।

Witch: চুল কেটে, মল-মূত্র পর্যন্ত খেতে বাধ্য করে বৃদ্ধাকে! মধ্যযুগীয় বর্বরতাও লজ্জা পাবে
ধৃত তিন যুবক। Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Jul 22, 2023 | 7:24 PM

দুর্গাপুর: এক বৃদ্ধাকে ডাইনি অপবাদ দিয়ে নির্মম অত্যাচারের অভিযোগ উঠল। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে অন্ডাল থানার পুলিশ। শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। নিগৃহীতা ওই বৃদ্ধা অন্ডাল থানা এলাকার বাসিন্দা। অন্যদিকে ধৃতদের দু’জনের বাড়ি অন্ডালেই, তৃতীয়জন ফরিদপুর থানা এলাকার। ধৃতের তালিকায় একজন মহিলাও আছেন। গত ৭ জুলাই ঘটনাটি ঘটে।

বৃদ্ধার অভিযোগ, কয়েকজন অকারণেই তাঁকে নানাভাবে গঞ্জনা করতেন। এরপর লাউদোহা থেকে একজন ওঝাও ডেকে আনা হয় গ্রামে। সেই ওঝাই ঝাড়ফুঁক তুকতাক করে বৃদ্ধাকে ডাইনি বলে ঘোষণা করেন। ওই বৃদ্ধার কথায়, “আমাকে বলছিল ও মানুষ খেয়েছে, ওর জন্যই এত মানুষ মারা গিয়েছে।” সেই ঘোষণার পরই ৬০ বছর বয়সি ওই বৃদ্ধাকে গাঁয়ের লোকেরা নানাভাবে হেনস্থা করা শুরু করে।

গায়ে হাত তো তোলাই হয়। পাশাপাশি চুল কেটে দেওয়া হয় তাঁর। শুধু তাই নয়, জোর করে ওই বৃদ্ধাকে মল-মূত্র পর্যন্ত খেতে বাধ্য করার অভিযোগ ওঠে। বাঁচতে বৃদ্ধা গ্রাম ছেড়ে পানাগড়ে মেয়ের বাড়িতে গিয়ে ওঠেন। সেখান থেকেই থানায় যোগাযোগ করেন। ওঝা-সহ তিনজনের নামে থানায় অভিযোগ জানান। লিখিত অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতারও করা হয়। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যর দাবি, “আমি সংবাদমাধ্যমের কাছেই খবরটা জানলাম। সত্যি এরকম ঘটনা ঘটে থাকলে পুলিশকে বলব যথাযথ ব্যবস্থা নিতে।”