Bankura: বাইক-মোবাইল ছিনতাই করেও হল না শেষ রক্ষা, শেষ পর্যন্ত তিন চোরের যা হাল হল…
Bankura: জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ কোতুলপুর থানার গোগড়া এলাকা থেকে নিজের ইলেকট্রিক স্কুটি চড়ে কোপা গ্রামে ফিরছিলেন বাবলু পণ্ডিত। গোগড়া গ্যস গোডাউনের কাছে ফাঁকা রাস্তায় ৩ দুস্কৃতী তাঁর পথ আটকায়। সেখান থেকেই মূল ঘটনার সূত্রপাত।
বাঁকুড়া: ফাঁকা রাস্তায় এক বাইক আরোহীর কাছে থেকে বাইক ও মোবাইল ফোন ছিনতাই করে চম্পট দেওয়ার পরিকল্পনা করেছিল তিন চোর। কিন্তু শেষ রক্ষা হল না। পালানোর সময় বমাল ধরা পড়ে গেল দুই চোর। হাতেনাতে পাকড়াও করল এলাকার লোকজন। পরে তাদের সূত্র ধরেই তৃতীয় চোরকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় শোরগোল বাঁকুড়ার কোতুলপুরের।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ কোতুলপুর থানার গোগড়া এলাকা থেকে নিজের ইলেকট্রিক স্কুটি চড়ে কোপা গ্রামে ফিরছিলেন বাবলু পণ্ডিত। গোগড়া গ্যস গোডাউনের কাছে ফাঁকা রাস্তায় ৩ দুস্কৃতী তাঁর পথ আটকায়। মারধর করে প্রথমে স্কুটি ছিনিয়ে নেয়। পরে তাঁর দামি মোবাইল ফোন ছিনতাই করে পালানোর চেষ্টা করে। কিন্তু, তখনই চিৎকার শুরু করে দেন বাবলু বাবু।
তাঁর চিৎকার শুনেই ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার কিছু যুবক। চোরদের ধাওয়া করা শুরু হয়। তিন দুষ্কৃতীর মধ্যে দু’জন ধরাও পড়ে যায়। খবর যায় পুলিশের কাছে। কোতুলপুর থানার পুলিশ এলে তাঁদের হাতে ওই ২ জনকে তুলে দেওয়া হয়। ধৃত ২ জনকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। খোঁজ মেলে তৃতীয় চোরের। মোবাইল টাওয়ার লোকেশান ট্র্যাক করে তৃতীয় দুস্কৃতিকেও গ্রেফতার করে কোতুলপুর থানার পুলিশ। এদিন ধৃত ৩ দুস্কৃতিকেই বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।