Gambling Case: জুয়াড়ি সেজে জুয়ার ঠেকে হানা পুলিশের, গ্রেফতার ৮

জুয়াড়ি সেজে জুয়ার ঠেকে হানা দিয়ে হাতেনাতে পাকড়াও করা হল ৮ জুয়াড়িকে। আসর থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩০ হাজার টাকা।

Gambling Case: জুয়াড়ি সেজে জুয়ার ঠেকে হানা পুলিশের, গ্রেফতার ৮
জুয়ার আসর থেকে ধৃতেরা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2022 | 6:39 PM

বাঁকুড়া: পরিত্যক্ত স্থানে জুয়ার আসর বসছিল অনেক দিন ধরেই। রীতিমতো তাঁবু খাটিয়ে সেখানে জুয়া খেলার আসর বসানো হচ্ছিল বলে অভিযোগ। বেশ কয়েকদিন ধরেই পুলিশের কাছে খবর ছিল এ ব্যাপারে। সেই জুয়ার আসর ভাঙতে জুড়ারি সেজে সাধারণ পোশাকে সেখানে হাজির হয়েছিল পুলিশ। পরে পুলিশের একটি দল এসে জুয়ার ঠেক থেকে মোট ৮ জন জুয়ারিকে গ্রেফতার করেছে। বেশ কয়েক জন ওই আসর থেকে পালিয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। বাঁকুড়া সদর থানার কেঞ্জাকুড়া এলাকায় ঘটেছে এই ঘটনা।

জুয়াড়ি সেজে জুয়ার ঠেকে হানা দিয়ে হাতেনাতে পাকড়াও করা হল ৮ জুয়াড়িকে। আসর থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। পুলিশ জানিয়েছে, কেঞ্জাকুড়া এলাকায় একটি পরিত্যক্ত স্থানে তাঁবু করে চলছিল জুয়া খেলার আসর। বিভিন্ন প্রান্ত থেকে আসছিল জুয়াড়িরা। গোপন সুত্রে খবর পেয়ে, বুধবার সন্ধ্যায় বাঁকুড়া সদর থানার পুলিশ হানা দেয় সেখানে। তবে পুলিশ সাধারণ পোশাক পরে জুয়াড়ি সেজে হানা দেয় ওই ঠেকে। স্বাভাবিকভাবে পুলিশের উপস্থিতি টের পাননি জুয়াড়িরা। পরে পুরো এলাকা পুলিশ ঘিরে ফেলে। হাতে নাতে ধরে ফেলে ৮ জন জুয়াড়িকে। জুয়ার আসর থেকে উদ্ধার হয় প্রায় ৩০ হাজার টাকা। সেই সঙ্গে ১৮টি বাইক আটক করা হয়েছে ওই জুয়ার আসর থেকে।

৮ জন গ্রেফতার হলেও বেশ কয়েকজন পলাতক রয়েছেন। তাঁদের খোঁজ চালাচ্ছে বাঁকুড়া সদর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, বাইকে চড়ে বিভিন্ন প্রান্ত থেকে জুয়াড়িরা ওই আসরে সামিল হত। দিনভর তাঁবুর ভিতর চলত জুয়া খেলার আসর। ধৃতদের বৃহস্পতিবার বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। আর কোথাও জুয়ার এমন ঠেক রয়েছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।