SIR: SIR’হয়রানির’ প্রতিবাদ, বড়জোড়ায় BDO অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 19, 2026 | 7:30 PM

Bankura: তেমন ৭ নম্বর ফর্মের তথ্য কি আদৌ রয়েছে তৃণমূলের হাতে? তৃণমূলের বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব অবশ্য তেমন কোনও ৭ নম্বর ফর্মের নমুনা দেখাতে পারেননি। তাঁদের দাবি বিজেপির জমা করা এমন ৭ নম্বর ফর্মের নমুনা তাঁদের কাছে আছে। কিন্তু কৌশলগত কারণে এখনই তা প্রকাশ্যে আনা হবে না।

এসআইআর প্রক্রিয়ার মাঝেই ৭ নম্বর ফর্ম জমা করা নিয়ে তুমুল অশান্তি বাঁকুড়া জেলায়। ৭ নম্বর ফর্মের সাহায্যে বিজেপি রাজ্যের বৈধ ভোটারদের বাদ দিয়ে অন্য রাজ্যের ভোটারদের নাম ভোটার তালিকায় ঢোকাতে চাইছে এই অভিযোগকে সামনে রেখে আজ দিনভর ব্লকে ব্লকে বিক্ষোভ অবস্থান করে তৃণমূল। কিন্তু সেই অভিযোগের আদৌ কি কোনও সত্যতা রয়েছে? তেমন ৭ নম্বর ফর্মের তথ্য কি আদৌ রয়েছে তৃণমূলের হাতে? তৃণমূলের বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব অবশ্য তেমন কোনও ৭ নম্বর ফর্মের নমুনা দেখাতে পারেননি। তাঁদের দাবি বিজেপির জমা করা এমন ৭ নম্বর ফর্মের নমুনা তাঁদের কাছে আছে। কিন্তু কৌশলগত কারণে এখনই তা প্রকাশ্যে আনা হবে না।