AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soumitra Khan on Kunal: কুণালই ইডি-সিবিআইকে তথ্য দিচ্ছেন, বিস্ফোরক দাবি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর

Soumitra Khan: সোমবার বিষ্ণুপুর শহরের বৈলাপাড়ায় বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়েছিলেন এলাকার সাংসদ সৌমিত্র খাঁ।

Soumitra Khan on Kunal: কুণালই ইডি-সিবিআইকে তথ্য দিচ্ছেন, বিস্ফোরক দাবি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর
কুণাল ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক সৌমিত্র খাঁ।
| Edited By: | Updated on: Aug 15, 2022 | 5:44 PM
Share

বাঁকুড়া: তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক দাবি বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের। সৌমিত্রের দাবি, ইডি-সিবিআইকে তথ্য দিয়েছেন কুণাল ঘোষ। সম্প্রতি বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কুণালের সাক্ষাতের প্রসঙ্গও তুলে আনেন সৌমিত্র। শুধু কুণাল ঘোষ নন, শাসকদলের আরও অনেকেই এই খবর পাচারের কাজ করছেন বলে দাবি করেন এক সময় তৃণমূলে থাকা সাংসদ সৌমিত্র। যদিও এই অভিযোগকে নস্যাৎ করে পাল্টা সৌমিত্রকে ‘লক্ষ্মীছাড়া’ বলে খোঁচা দেন কুণাল।

সোমবার বিষ্ণুপুর শহরের বৈলাপাড়ায় বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়েছিলেন এলাকার সাংসদ সৌমিত্র খাঁ। সেখানেই কুণাল ঘোষের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক দাবি করেন সৌমিত্র। তাঁর দাবি, তৃণমূলে সর্ষের মধ্যে ভূত রয়েছে। একইসঙ্গে সৌমিত্রর দাবি, কুণাল ঘোষ জেলে থাকাকালীন দলের যাঁরা খুশি হয়েছিলেন, এবার কুণাল পাল্টা তাঁদের নামে তথ্য তুলে দিচ্ছেন।

সৌমিত্র খাঁ বলেন, “কুণালবাবু ধর্মেন্দ্র প্রধানের কাছে মুখটা দেখিয়েছিলেন। তারপর যা তথ্য দেওয়ার ইডি সিবিআই পর্যন্ত পৌঁছে দিয়েছেন। উনি যখন জেলে ছিলেন তৃণমূলের অন্যান্য নেতারা উদযাপন করেছিলেন। তাই এখন কার কার নামের তালিকা কোথায় যাচ্ছে তা কুণালবাবু ভালই জানেন। তিনি সমস্ত তথ্য যেখানে পৌঁছে দেওয়ার সেখানে পৌঁছে দিয়েছেন। পার্থবাবুর টাকা কোথায় ছিল, আর কার কোথায় কী ছিল, সব কুণালবাবু ঠিক আমাদের পৌঁছে দেবেন। আরও অনেকেই আছেন, যাঁরা তৃণমূলে থেকেই পৌঁছে দিচ্ছেন ডান হাত, বাঁ হাত অনেকে।” এ বিষয়ে কুণাল ঘোষ বলেন, “ও একটা লক্ষ্মীছাড়া। যত কুৎসা করো, ভোট এলেই তোমায় হারাব।”

অন্যদিকে জেলার বিজেপি সাংসদের এই বক্তব্য প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, “উনি কী বলেছেন জানি না। তবে এটুকু পরিষ্কার বলতে পারি উনি তৃণমূলে ঢোকার জন্য মুখিয়ে আছেন। নিয়মিত তৃণমূলের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন। সেই জন্যই যা খুশি বলছেন।”

আরও পড়ুন: 19,867.8 MHz স্পেকট্রাম অধিগ্রহণ করে ভারতীয়দের জন্য 5G বিপ্লব ঘটাতে চলেছে এয়ারটেল