
বেলঘরিয়া: শনির সন্ধ্যায় উত্তেজনা বেলঘরিয়ার ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুরে। চায়ের দোকান হয়ে উঠল রণক্ষেত্র। বাইকে করে এসে বিকাশ সিং নামে তৃণমূল কর্মীর উপর গুলি চালাল এক দুষ্কৃতী। তারপর থেকে উত্তেজনার পারদ যেন ক্রমে চড়ছে বেলঘরিয়াকে কেন্দ্র করে।
তবে বিকাশ সিং ছাড়াও সেদিনের শুটআউটে জখম হন আরও এক তরুণও। জানা গিয়েছে, বিকাশ তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। এমনকি, স্থানীয় কাউন্সিলরের সঙ্গেও পরিচয় ছিল তার। আপাতত চিকিৎসারত রয়েছেন তিনি। তবে পরিস্থিতি আগের থেকে স্থিতিশীল।
উল্লেখ্য, ভর সন্ধ্যায় তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হতেই সরগরম রাজ্য রাজনীতি। একযোগে কামারহাটির বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। ঠিক কী কারণে বিকাশকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা, তা এখনও ঠাওর করতে পারেনি পুলিশ। বিরোধীদের দাবি, এলাকার দখলের লড়াইয়ের মাঝে পড়েই গুলি খেয়েছেন তিনি। অবশ্য, সোমবার এই ঘটনায় আটক করা হয়েছে ভিকি যাদবকে। জানা গিয়েছে, তার বাইক নিয়ে বিকাশের উপর হামলা চালায় ইন্দাল যাদব। তবে সেই মূল অভিযুক্তকে চিহ্নিত করা গেলেও, এখনও তাকে পাকড়াও করতে পারেনি পুলিশ।
এদিকে বেলঘরিয়া গুলিকাণ্ডের জেরে যখন চড়চড়িয়ে চড়ছে উত্তেজনার পারদ। সেই মুহূর্তে খুনের আশঙ্কা তুলে ভীতি প্রকাশ সেই ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রাইয়ের। তাঁর কথায়, ‘এই ঘটনায় কারওর না কারওর হাত রয়েছে। না হলে ২৯ নম্বর ওয়ার্ডে কারওর এত সাহস নেই যে গুলি চালিয়ে পালাবে। আমি মুখ্যমন্ত্রী ছাড়া কাউকে এদের ব্যাপারে বলতে পারব না, কারণ আমি যদি মুখ খুলি, তাহলে আমার পরিবারের উপর হামলা হবে। আমি কাউন্সিলর হতেই পারি, কিন্তু কাউন্সিলর কি খুন হন না?’
গুলিকাণ্ডের তপ্ত আবহে নির্মলার ‘ভয়’কেই রাজনৈতিক হাতিয়ার করেছে বিরোধী শিবির। একদিকে, এখন হাতের বাইরে মূল অভিযুক্ত। অন্যদিকে, খোদ কাউন্সিলরের এমন ভয়ের জেরে প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা। নির্মলার ‘ভয়ে’ অস্বস্তিতে খোদ তৃণমূলও। এদিন কামারহাটির পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার দাবি, ‘এরকম কোনও ঘটনাই ঘটেনি যে তিনি খুন হতে পারেন। এখানে এমন পরিস্থিতিটাই নেই।’
কাউন্সিলরের ‘ভয়’ নিয়ে মুখ খুলেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্রও। তৃণমূল কাউন্সিলরকে হুঁশিয়ারি দিয়ে মদনের দাবি, ‘এ ধরণের কথা বলো না। তুমি যদি বারবার খুনের ভয়ের কথা বলো, তা নিজেদের সরকারকেই কাঠগড়ায় দাঁড় করানো। এটা দলবিরোধীতা।’ অবশ্য ‘ভয়’ কাটাতে কাউন্সিলরের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মদন।