
কলকাতা: বাংলায় এগিয়ে মেয়েরাই। বুধবার প্রকাশিত হল কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনের দ্বারা আয়োজিত দশম অর্থাৎ আইসিএসই ও দ্বাদশ অর্থাৎ আইএসসি পরীক্ষার ফলাফল। তাতেই পাশের হারে বাংলার ছাত্রদের পিছনে ফেলে দিয়েছে মেয়েরা।
বাংলায় ICSE-তে ছাত্রীদের পাশের হার ৯৯.০৪ শতাংশ। অন্যদিকে, ISC-তে পাশের হার ৯৯.৩৮ শতাংশ। এমনকি, সার্বিক ফলেও এগিয়ে রয়েছে মেয়েরাই। চলতি বছর আইসিএসই পরীক্ষায় রাজ্যের পড়ুয়াদের মধ্যে পাশের হার ৯৮.৭৬ শতাংশ। উত্তীর্ণ হয়েছেন মোট ৪৩ হাজার ২৪০ জন পড়ুয়া। যার মধ্যে ছাত্রের সংখ্যা ২৩ হাজার ৭০২ জন অর্থাৎ ৯৮.৫৩ শতাংশ। অন্যদিকে, আইএসসি পরীক্ষায় রাজ্যে মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৯৮.৭৫ শতাংশ। উত্তীর্ণ হয়েছেন ২৭ হাজার ৪৫৬ জন পড়ুয়া। যাদের মধ্য়ে ছাত্রের সংখ্যা ১৪ হাজার ৭১১ জন অর্থাৎ ৯৮.২০ শতাংশ।
আইসিএস পরীক্ষায় গোটা দেশে বেস্ট অফ ফোরে সবচেয়ে বেশি নম্বর পেয়ে প্রথম হয়েছেন মধ্যমগ্রামের অনীশ কুশারি। তিনি ৪০০-এর মধ্যে পেয়েছেন ৩৯৯। শতাংশের নিরিখে বলা যেতে পারে, ৯৯.৭৫ শতাংশ। অনীশ জানিয়েছেন, আগামীতে ইতিহাস নিয়ে পড়াশোনা করতে চান তিনি। ভাবনাচিন্তা করছেন গবেষণারও। দ্বাদশের পরীক্ষায় দেশে দ্বিতীয় হয়েছেন বাংলারই এক কৃতী ছাত্রী প্রিয়দর্শিনী মুখোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘বিজ্ঞান ভাল লাগে, কিন্তু ছোট থেকে হিউম্যানিটিজ বিভাগের প্রতি একটা টান ছিল। আগামীতে ইচ্ছা রয়েছে, UPSC পরীক্ষায় বসার।’