Birbhum: বীরভূমে অজানা জ্বরের প্রকোপ, উদ্বিগ্ন প্রশাসন

হিমাদ্রী মণ্ডল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 28, 2024 | 2:54 PM

Birbhum: প্রথমেই মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাক্তারকে হিমাদ্রি আড়ি। কথা বলেন পরিবারের লোকেদের সঙ্গে। মৃত শিশু পরিবারকে জানান সমবেদনাও। এরপর যৌথভাবে ওই এলাকার একাংশ ঘুরে দেখেন।

Birbhum: বীরভূমে অজানা জ্বরের প্রকোপ, উদ্বিগ্ন প্রশাসন
বীরভূম জেলা পরিদর্শনে CMOH
Image Credit source: TV9 Bangla

Follow Us

দুবরাজপুর: অজানা জ্বরের প্রকোপ কমাতে দুবরাজপুরে স্বাস্থ্যকর্মী ও ডাক্তারদের নিয়ে পরিদর্শন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের।  দুবরাজপুর পৌর এলাকায় দিন কয়েক ধরেই অজানা জ্বরের প্রকোপ বেড়েছে আক্রান্ত বেশ কয়েকজন, মৃত্যু হয়েছে এক শিশুর। এর পরেই রবিবার দুবরাজপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ড পরিদর্শন করলেন জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডঃ হিমাদ্রি আড়ি, ব্লক স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সালমান মণ্ডল, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে-সহ স্বাস্থ্য কর্মীরা।

প্রথমেই মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক চিকিৎসক হিমাদ্রি আড়ি। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। এরপর যৌথভাবে ওই এলাকার একাংশ ঘুরে দেখেন। কথা বলেন বেশ কয়েকজনের সঙ্গে। পৌরসভা নাগরিকদের সচেতন করলেন এবং নিজেদের সচেতন হতে বললেন জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি।

এমনিতেই রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। স্বাস্থ্য দফতরের তরফ থেকেও জেলা স্বাস্থ্য আধিকারিকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি বীরভূমে এই অজানা জ্বর নিয়ে চিন্তিত স্থানীয় প্রশাসন।

Next Article