Birnbhum TMC: বীরভূমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! জেলা কমিটির বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন কাজল
জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরে অস্বস্তিকর পরিবেশ চলছে।
বোলপুর: পঞ্চায়েত ভোটের আগে অস্বস্তি বীরভূম জেলা তৃণমূলে! মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটি গঠন করে দিয়েছেন। প্রতি সপ্তাহে অন্তত একটি করে বৈঠকের নির্দেশ দিয়ে গিয়েছেন। কিন্তু, তারপর ১০ দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনও বৈঠকে বসল না বীরভূম জেলা কোর কমিটি। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেলা কমিটির বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ।
জানা গিয়েছে, এদিন বোলপুরের তৃণমূল কার্যালয়ে বীরভূম জেলা কমিটির বৈঠক ডাকা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন নানুরের তৃণমূল নেতা তথা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ। কিন্তু, বৈঠক চলাকালীন হঠাৎ করেই কাজল শেখ দলীয় কার্যালয় ছেড়ে বেরিয়ে যান। সূত্রের খবর, কোর কমিটির সদস্য হলেও তাঁকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি বলে অভিযোগ। পাশাপাশি বারবার কোর কমিটির বৈঠক না ডাকা নিয়েও প্রতিবাদ করেন তিনি। তাই ক্ষোভ প্রকাশ করেই জেলা কমিটির বৈঠক ছেড়ে বেরিয়ে যান কাজল শেখ। যদিও এ বিষয়ে তিনি কিছু বলতে চাননি।
কাজল শেখের হঠাৎ করে বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়। কোর কমিটির বৈঠক ডাকা নিয়ে কাজল শেখের ক্ষোভের কথা স্বীকার করে নিয়ে তিনি বলেন, “আজ জেলা কমিটির বৈঠকে কোর কমিটির বৈঠক না হওয়া নিয়ে প্রতিবাদ করেছেন কাজল শেখ। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোর কমিটিতে জায়গা দিয়েছেন তাই তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আজকের বৈঠকের আহ্বায়ক জানান, বিভিন্ন ব্যস্ততার জন্য কোর কমিটির মিটিং ডাকা হয়নি। মিটিং হলে নিশ্চয়ই কাজল শেখকেও ডাকা হবে। তারপর কী হল জানি না। তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে যান।”
কাজল শেখের ক্ষোভের ব্যাপারে মলয় মুখোপাধ্যায় স্পষ্ট করে কিছু না জানলেও কোর কমিটির সদস্যদের ঘনিষ্ঠ মহল সূত্রে জানতে পারা যাচ্ছে, তাঁদের বেশিরভাগের অভিযোগ, এখনও পর্যন্ত দল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ সভাধিপতি তথা বিধায়ক বিকাশ রায় চৌধুরী ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সেই কারণেই ডাকা হচ্ছে না কোর কমিটির বৈঠক।। এই কোর কমিটিতে অনুব্রত মণ্ডল বিরোধী কাজল শেখকে সরাসরি জায়গা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বৈঠক না ডাকা নিয়ে যারপরনাই ক্ষুব্ধ তিনি।
উল্লেখ্য, জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরে অস্বস্তিকর পরিবেশ চলছে। পরিস্থিতি সামাল দিতে গত ৩০ জানুয়ারি বীরভূম জেলায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭ জনের একটি কোর কমিটি গঠন করে দেন। এই কমিটিতে রয়েছেন বীরভূম জেলা কোর কমিটিতে রয়েছেন বিধায়ক চন্দ্রনাথ সিনহা, বিধায়ক বিকাশ রায় চৌধুরী , বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অভিজিৎ সিংহ, সাংসদ শতাব্দী রায়, সাংসদ অসিত মাল ও নানুরের তৃণমূল নেতা কাজল শেখ। প্রত্যেক সপ্তাহে এই কোর কমিটির সদস্যদের বসে বৈঠক করে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু, এই নির্দেশের পর ১০ দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনও বৈঠকে বসেনি বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটি।
এদিকে, কোর কমিটির বৈঠক না হলেও কী ভাবে জেলা কমিটির বৈঠক ডাকা হল, কে বৈঠক ডাকলেন, তা নিয়ে একাধিক প্রশ্ন ও বিতর্ক উঠতে শুরু করেছে। অর্থাৎ এই ঘটনায় দলের অন্দরের কোন্দলই স্পষ্ট হয়ে উঠছে। যদিও শাসকদলের তরফে গোষ্ঠীকোন্দলের কথা স্বীকার করা হয়নি। তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।