
বোলপুর: দিন কয়েক আগেই পৃথিবীর মাটিতে পা পড়েছে তাদের। এখনও ভালো করে দাঁড়াতেও শেখেনি। কিন্তু জন্মের কয়েক দিন পরই তারা দেখল এই পৃথিবীর নৃশংসতা। বলা ভালো, মানুষ নামক উন্নত প্রাণীর নারকীয়তা। আশপাশের পরিবেশকে চিনে দেখার আগেই চিরঘুমে পাঠিয়ে দেওয়া হল তাঁদের। থেঁতলে থেঁলতে মেরে ফেলা হল ৬ কুকুরছানাকে। সম্প্রতি বীরভূমের বোলপুর কৃষক বাজার এলাকায় ৬ সদ্যোজাত কুকুরছানাকে থেঁতলে মেরে ফেলার ঘটনা ঘটেছে। ঘটনা ঘিরে ব্যাপক ক্ষুদ্ধ এলাকার বাসিন্দারা। কুকুরছানাদের মেরে ফেলার ঘটনায় ইতিমধ্যেই ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে শান্তিনিকেতন থানার পুলিশ।
বোলপুর কৃষক বাজারে একটি মা কুকুর ৬ বাচ্চার জন্ম দিয়েছিল। অভিযোগ, কেউ বা কারা নৃশংসভাবে সদ্যোজাত ছানাগুলিকে থেঁতলে মেরে ফেলে। এই ঘটনায় ক্ষিপ্ত হন স্থানীয় বাসিন্দা ও কৃষক বাজারের ব্যবসায়ীরা। তাঁরা জানান, নেশাগ্রস্তদের দৌরাত্ম্য বাড়ছে বাজার এলাকায়। তাঁরাই কুকুর ছানাগুলিকে থেঁতলে মেরে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ আসে ঘটনাস্থলে। ঘটনায় যুক্ত থাকার সন্দেহে একজন চা বিক্রেতা ও একজন নেশাগ্রস্ত ব্যক্তিকে গ্রেফতার করে।
এ প্রসঙ্গে ওই বাজারের এক ব্যবসায়ী বলেছেন, “এই বাজারে বেশ কয়েক জন কুকুর দেখাল। আমি ওদের রোজ খেতে দিই। আমি এলেই ওরা ঘিরে ধরে। এ দিন বাজারে এসে আমি খেতে দিলে দেখি, কালো কুকুরটা কিছুতেই বিস্কুট খাচ্ছে না। কাঁদছে। এর পর আমাকে মুখে করে একটা মরা বাচ্চাকে এনে দেখায়। এর পর গিয়ে দেখি ওর আরও পাঁচটা বাচ্চাকে মেরে ফেলা হয়েছে। এর পর আমি শান্তিনিকেতন থানায় খবর দিই। মানুষ কী করে যে এত নির্মম হয় আমি ভেবে পাই না।”
প্রসঙ্গত, ২০১৯ সালে NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬টি কুকুরছানাকে পিটিয়ে মারার সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়৷ সেই ছায়া এ বার দেখা গেল শান্তিনিকেতনে।