Birbhum: বীরভূমে পাথর তোলার সময় খাদানে ধস, মৃত ৫ শ্রমিক

Landslide in stone quarry: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুপুরে খাদান থেকে পাথর তোলার কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় হঠাৎই পাথর খাদানের একাংশে ধস নামে। সেই ধসে পাথর চাপা পড়ে যান খাদানের মধ্যে কর্মরত ৯ জন শ্রমিক।

Birbhum: বীরভূমে পাথর তোলার সময় খাদানে ধস, মৃত ৫ শ্রমিক
৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। চারজন গুরুতর আহত হয়েছেন।Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Sep 12, 2025 | 5:22 PM

বীরভূম: মর্মান্তিক। পাথর খাদানে ধস নেমে পাথর চাপা পড়ে মৃত্যু হল ৫ শ্রমিকের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন খাদান শ্রমিক। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নলহাটি থানার পুলিশ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর পাথর খাদানে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুপুরে খাদান থেকে পাথর তোলার কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় হঠাৎই পাথর খাদানের একাংশে ধস নামে। সেই ধসে পাথর চাপা পড়ে যান খাদানের মধ্যে কর্মরত ৯ জন শ্রমিক। ধস নামার খরব পেয়ে এলাকার অন্যান্য পাথর খাদানের শ্রমিকেরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। সেখান থেকে ৫ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৪ জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আর কোনও শ্রমিক পাথরে চাপা পড়ে আছেন কি না, পাথর সরিয়ে তা দেখা হচ্ছে।

হাসপাতালের সামনে ভিড় শ্রমিকদের পরিজনদের

আহতদের হাসপাতালে নিয়ে আসেন নাজিরুল শেখ নামে এক গাড়িচালক। তিনি বলেন, “আমাকে দুপুর ২টা নাগাদ ফোন করা হয়। সঙ্গে সঙ্গে আমি পৌঁছে যাই। চারজনকে হাসপাতালে নিয়ে এসেছি।” হাসপাতালের সামনে ভিড় করেন শ্রমিকদের পরিজনরা। কান্নায় ভেঙে পড়েন তাঁরা। হাসপাতালে পৌঁছেছে নলহাটি থানার পুলিশও। কীভাবে ওই পাথর খাদানে ধস নামল, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই পাথর খাদান থেকে নিয়ম মেনে পাথর তোলা হচ্ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।