
বীরভূম: জঙ্গলের মধ্যে গলায় ওড়না জড়ানো যুবতীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমের সদাইপুরে। সদাইপুর থানার রাধা মাধবপুর গ্রামের কাছে বক্রেশ্বর জলাধার যাওয়ার রাস্তার পাশে জঙ্গলের মধ্যে অজ্ঞাতপরিচয় ওই মহিলার মৃতদেহ শনিবার সকালে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পরে যুবতীর ছবি দেখে সিউড়ি সদর হাসপাতালে আসে দুবরাজপুরের একটি পরিবার। তারা জানায়, মৃত যুবতী তাদের পরিবারের সদস্য। তাঁর মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ যুবতীর বাবার।
বছর পঁচিশের ওই যুবতীর গলায় ওড়না জড়ানো ছিল। পাশে পড়েছিল জুতো ও রুমাল। স্থানীয় এক বাসিন্দা বলেন, এদিন সকালে ওখানে মাঠ দেখতে মৃতদেহ দেখতে পান তাঁরা। তারপরই খবর পেয়ে আসে পুলিশ।
সদাইপুর থানাতে দায়ের করা অভিযোগপত্রে মৃত যুবতীর বাবা জানিয়েছেন, গতকাল বিকেলে আলমবাবার মেলা দেখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁর মেয়ে। রাতে বাড়ি ফেরেননি। তাঁরা খোঁজখবর শুরু করেন। এদিন দুপুরে তাঁর মোবাইলে একটি ছবি আসে। তা দেখেই মেয়েকে চিনতে পারেন তিনি। সঙ্গে সঙ্গে আসেন সিউড়ি সদর হাসপাতালে।
মৃতের বাবা আরও বলেন, তাঁর মেয়ের কানের সোনার দুল ও মোবাইল পাওয়া যায়নি। তাঁর অভিযোগ, যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যু কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।