e 'সকাল ১১টায় পারমিশন দেওয়ার কথা ছিল এখনও দেয়নি', কপ্টার বিভ্রাট নিয়ে মুখ খুললেন অভিষেক - Bengali News | Abhishek Banerjee speaks on helicopter controversy, did not get permission | TV9 Bangla News

‘সকাল ১১টায় পারমিশন দেওয়ার কথা ছিল এখনও দেয়নি’, কপ্টার বিভ্রাট নিয়ে মুখ খুললেন অভিষেক

অসামরিক উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র তরফে অনুমতি না মেলায় দিন সকালে গন্তব্যের দিকে রওনা হতে পারেননি অভিষেক। বেহালা ফ্লাইং ক্লাবেই এদিন এক ঘণ্টারও বেশি সময় ধরে আটকে থাকতে হয় তাঁকে। পরে সাহায্যের জন্য প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে যোগাযোগ করেন অভিষেক।

সকাল ১১টায় পারমিশন দেওয়ার কথা ছিল এখনও দেয়নি, কপ্টার বিভ্রাট নিয়ে মুখ খুললেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 06, 2026 | 5:37 PM

বীরভূম: মঙ্গলবার হেলিকপ্টার বিভ্রাটের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বীরভূমে পৌঁছতে অনেক দেরি হয় অভিষেকের। দুপুর ১টায় সভায় পৌঁছনোর কথা ছিল, সেখানে পৌঁছতে বিকেল ৪টে বেজে যায়। সেই সভা থেকেই হেলিকপ্টার বিভ্রাট নিয়ে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সকাল থেকে পারমিশনের জন্য অপেক্ষা করতে হয়েছে তাঁকে। তাঁর দাবি, এটা বিজেপির ষড়যন্ত্র।

অভিষেক বলেন, “এখনও নির্বাচন শুরু হয়নি। তার আগে থেকেই বাংলা বিরোধীদের চক্রান্ত চলছে। হেলিকপ্টারের পারমিশন এখনও দেয়নি। সকাল ১১টায় দেওয়ার কথা ছিল।” অভিষেকে আরও বলেন, “পাশের রাজ্যে হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলে হেলিকপ্টার আনালাম। বিজেপির থেকে আমার জেদ বেশি। আমি ঠিক করেছিলাম যত দেরি হোক আমি যাব।”

অসামরিক উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র তরফে অনুমতি না মেলায় দিন সকালে গন্তব্যের দিকে রওনা হতে পারেননি অভিষেক। বেহালা ফ্লাইং ক্লাবেই এদিন এক ঘণ্টারও বেশি সময় ধরে আটকে থাকতে হয় তাঁকে। পরে সাহায্যের জন্য প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে যোগাযোগ করেন অভিষেক। হেমন্ত সোরেন একদিনের জন্য তাঁর একটি কপ্টার অভিষেককে দিয়েছেন বলে সূত্রের খবর। দুপুর ২টো ১০-এ ও়ড়ে সেই কপ্টার।

পুরো ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্ব সামনে আনছে তৃণমূল। শাসক দলের অভিযোগ উড়িয়ে দিয়েছে ডিজিসিএ।