Dubrajpur: বাড়িতে ঢুকে আচমকা গুলি, হিংসার অভিযোগ দুবরাজপুরে

Birbhum: গুলির আঘাতে এক গ্রামবাসী আহত হন বলেও অভিযোগ। স্থানীয়দের দাবি, শেখ আজম নামে এক ব্যক্তির বাড়ি থেকে বোমা ফাটার শব্দ শোনা যায়। আদৌ এর সত্যতা কতটা, সত্যি হলে কেনই বা ওই ব্যক্তির বাড়িতে বোমা ছিল, কে বা কারা এই বোমা রাখে নানাবিধ প্রশ্ন উঠে আসছে। খবর পেয়ে বিশাল পুলিশের দল খোয়াজমহম্মদপুর গ্রামে পৌঁছয়। পুলিশ এই মুহূর্তে শেখ আজমের বাড়ি ঘিরে রেখেছে বলে খবর।

Dubrajpur: বাড়িতে ঢুকে আচমকা গুলি, হিংসার অভিযোগ দুবরাজপুরে
আহত যুূবক। Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

May 30, 2024 | 6:23 PM

বীরভূম: শেষ দফার নির্বাচনের আগে ক্রমেই ঘটনাবহুল হচ্ছে বাংলা। দিনে দুপুরে বোমার আওয়াজে কেঁপে উঠল দুবরাজপুর থানার খোয়াজমহম্মদপুর গ্রাম। বৃহস্পতিবারের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এমনকী গুলি চালানোরও অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যেই রাজনীতির রং লাগতে শুরু হয়েছে।

গুলির আঘাতে এক গ্রামবাসী আহত হন বলেও অভিযোগ। স্থানীয়দের দাবি, শেখ আজম নামে এক ব্যক্তির বাড়ি থেকে বোমা ফাটার শব্দ শোনা যায়। আদৌ এর সত্যতা কতটা, সত্যি হলে কেনই বা ওই ব্যক্তির বাড়িতে বোমা ছিল, কে বা কারা এই বোমা রাখে নানাবিধ প্রশ্ন উঠে আসছে। খবর পেয়ে বিশাল পুলিশের দল খোয়াজমহম্মদপুর গ্রামে পৌঁছয়। পুলিশ এই মুহূর্তে শেখ আজমের বাড়ি ঘিরে রেখেছে বলে খবর।

যাঁকে গুলি করা হয়েছে, সেই যুবকের বক্তব্য, “আমি বাড়িতে ভাত খেয়ে উঠি। কয়েকজন ছেলে এল। এসেই গুলি। কোনও কথা নেই। পুরানো শত্রুতার তো কোনও প্রশ্নই নেই। আমি তো থাকিই না এখানে, বাইরে থাকি। রাজমিস্ত্রির কাজ করি। ওই ছেলেগুলো রাজনীতি করে জানি।”