Amartya Sen: অমর্ত্যকে বিশ্বভারতীর উচ্ছেদ-নোটিস, আজ থেকে ‘প্রতীচী’ র সামনে গানে-আবৃত্তিতে লাগাতর প্রতিবাদ

হিমাদ্রী মণ্ডল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 05, 2023 | 10:03 AM

Amartya Sen: শুক্রবার থেকে শান্তিনিকেতনে লাগাতার কর্মসূচির ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন।  কর্তৃপক্ষের অবশ্য বক্তব্য, এই প্রতিবাদ-বিক্ষোভের জেরে সেখানকার পরিবেশ ও কাজকর্ম নষ্ট হচ্ছে।

Amartya Sen: অমর্ত্যকে বিশ্বভারতীর উচ্ছেদ-নোটিস, আজ থেকে প্রতীচী র সামনে গানে-আবৃত্তিতে লাগাতর প্রতিবাদ
অমর্ত্য সেনের বাড়ি

Follow Us

বীরভূম: নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ির সামনে সামাজিক মর্যাদা রক্ষা কমিটির পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী ও এই সংগঠনের বিভিন্ন মানুষজন। তাঁদের সঙ্গে সামিল হয়েছেন বোলপুরের সাধারণ মানুষও। তাঁরা এসে জমা হচ্ছেন অমর্ত্য সেনের বাড়ির সামনে। অভিযোগ, উপাচার্য জোরপূর্বক অমর্ত্য সেনকে জমি ছাড়তে বাধ্য করাচ্ছেন, এর প্রতিবাদে মূলত এই প্রতিবাদ সভা হবে। বিভিন্ন ধরনের কবিতা, আবৃত্তি, নাটক ও মিছিল করা হবে বলে জানা যাচ্ছে। অমর্ত্য সেনকে বিশ্বভারতী নোটিস ধরিয়েছে। উচ্ছেদ সংক্রান্ত সেই নোটিসের বিরুদ্ধে প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই শান্তিপূর্ণ আন্দোলনের পথে হেঁটেছে বিশ্বভারতী বাঁচাও কমিটি। শুক্রবার থেকে শান্তিনিকেতনে লাগাতার কর্মসূচির ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন।  কর্তৃপক্ষের অবশ্য বক্তব্য, এই প্রতিবাদ-বিক্ষোভের জেরে সেখানকার পরিবেশ ও কাজকর্ম নষ্ট হচ্ছে।  এর প্রেক্ষিতে কর্তৃপক্ষের তরফে জেলা পুলিশ সুপার, বোলপুরের মহকুমাশাসক, বোলপুর থানা এবং শান্তিনিকেতন থানাতেও।

গত ১৯ এপ্রিল, বিশ্বভারতীর তরফ থেকে একটি নোটিস জারি করা হয়। সেই নোটিস টানিয়ে দেওয়া হয় ‘প্রতীচী’র গেটেও। নোটিসে বলা হয়েছিল, প্রতীচীর উত্তর পশ্চিম কোণের জমি দখল করে রাখা হয়েছে, তা ১৫ দিনের মধ্যে খালি করে দিতে হবে। না হলে সংশ্লিষ্ট ব্যক্তি ‘উচ্ছেদ’ করা হবে।

চলতি বছরের জানুয়ারি মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ অমর্ত্য সেনের বাড়িতে গিয়ে তাঁর হাতে পুরো ১.৩৮ একর জমির কাগজ তুলে দিয়ে এসেছেন। তারপরও এই নোটিস ঘিরে বিতর্ক ছড়ায়। বিশ্বভারতীর এই নোটিসের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

Next Article