
শুভতোস ভট্টাচার্য ও হিমাদ্রী মণ্ডল
বীরভূম: কোথাও মিছিলে পুস্প বৃষ্টি। কোথাও আবার জল-মিষ্টি বিতরণ। দিনভর একাধিক জেলা থেকে উঠে এল সম্প্রীতির নজির। মালদহ-বীরভূম সহ একাধিক জেলায় এই নজির দেখা গিয়েছে। রবিবার রামপুরহাটে জল মিষ্টি বিতরণ সংখ্যালঘুদের। প্রচণ্ড গরমে শোভাযাত্রায় যে সকল রামভক্তরা হাঁটছিলেন তাঁদের হাতেই তুলে দেওয়া হল জল-মিষ্টি ও লাড্ডু।
এ দিন, রামপুরহাটে বকটুই যুবকবৃন্দের পক্ষ থেকে এই জল মিষ্টি বিতরণ করা হয়। রিয়াজুল খান নামে এক যুবক বলেন, “প্রচণ্ড গরম পড়েছে। তার উপর শোভাযাত্রায় অনেক মানুষের ভিড় থাকে। রামনবমীর মিছিলে যাতে কোনও অসুবিধা না হয়, তাই আমরা ২৫০০ মানুষকে জল মিষ্টি বিতরণ করলাম।” এ নিয়ে, আশীস বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের বিধায়ক বলেন, “আমি তো ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখলাম জল বিতরণ হচ্ছে। আমি গাড়ি থেকে নেমে জল খেলাম।”
এ দিকে, আজ আবার তৃণমূল নেতা কুণাল ঘোষ গোলাপি শার্ট আর গোলাপি পাগড়ি পরে রাম-নবমীর শোভাযাত্রায় হাঁটেন। সেখান থেকে দিয়েছেন সম্প্রীতির বার্তা। পাশাপাশি এদিন তাঁর শোভাযাত্রায় উপস্থিত হতে দেখা যায় একাধিক সংখ্যালঘুকেও। কুণাল বলেছেন, “এটাই বেঙ্গল মডেল।” অপরদিকে, মালদহেও দেখা গেল সম্প্রীতির নজির। রাম নবমীর মিছিলে পুষ্প বৃষ্টি করেছেন সংখ্যালঘুরা। তাঁবু খাটিয়ে বণ্টন করা হয়েছে শরবত, মিষ্টি। একাধিক জায়গায় স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়েছে। মালদহের আটকোশী আঞ্জুমান আকবারিয়া ইসলামিয়া শহর মুসলিম কমিটি এই আয়োজক। কমিটির সদস্যরা জানিয়েছেন, তাঁরা এভাবে সম্প্রীতির বার্তা দিয়েছেন। শুধু মালদহ শহর নয়। গোটা মালদহ জেলা সহ গোটা বাংলা, গোটা ভারতের মানুষের কাছে এই সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চেয়েছেন তাঁরা।