
বীরভূম: বোলপুর থানার আইসি-কে কদর্য ভাষায় গালিগালাজ। মামলার টানাপোড়েনে বীরভূমের ‘একদা বাঘ’ অনুব্রত মণ্ডল। দু’বার পুলিশি তলব এড়িয়েছেন অনুব্রত। তৃতীয় দিনে এসডিপিও অফিসে অনুব্রতর আইনজীবীরা মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে যান। সেখানে অনুব্রতকে পাঁচ দিন বেড রেস্টে থাকার কথা বলা হয়েছে। প্রেসক্রিপশনে উল্লেখ, অনুব্রতর শুকনো কাশি হয়েছে। সঙ্গে জ্বর, সর্দি, ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্টের কথা উল্লেখ করা হয়েছে। চিকিৎসকদের মতে, যা মোটামুটি করোনারই উপসর্গ। তাহলে প্রশ্ন উঠছে, আজই কি তবে কোভিড টেস্ট করাবেন অনুব্রত?
জানা গিয়েছে, পুলিশের কাছে জমা পড়া অনুব্রতর মেডিক্যাল সার্টিফিকেট ও প্রেসক্রিপশনে ৯টা পয়েন্ট রয়েছে। লেখা রয়েছে, ভালই জ্বর রয়েছে অনুব্রতর, রক্তচাপও বেশি। উদ্বেগ অর্থাৎ অ্যাংজাইটি, খিদে কম পাওয়া, খাবারে অরুচি, ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্ট- অনুব্রতর মেডিক্যাল সার্টিফিকেটে এই উপসর্গগুলির কথাও উল্লেখ রয়েছে। এই মেডিক্যাল সার্টিফিকেটর পর অনুব্রতর পরিবার সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবারই করোনা পরীক্ষা করানোর সম্ভাবনা রয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, অনুব্রত আজও নিজের দোতলার ঘরেই রয়েছেন। নীচেও নামেননি। প্রশাসনিক স্তর থেকে তাঁর কাছে ফোন করে জানতে চাওয়া হয়েছিল, তাঁর শারীরিক অবস্থা কেমন রয়েছে, তিনি কবে ঘর থেকে বেরোতে পারবেন? সেই সূত্রের পরিবারের তরফে এই তথ্য সামনে আসে।