Anubrata Mondal: এবার হিটলারের শরণাপন্ন অনুব্রত! মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে জটিল তত্ত্ব

Anubrata Mondal: SDPO অফিসে রবিবার অনুব্রতর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি সেখানে গেলেন না, বরং পাঠালেন আইনজীবীদের। কিন্তু একটি মেডিক্যাল সার্টিফিকেট জমা দিলেন। তাতে অনুব্রত মণ্ডলকে পাঁচ দিনের 'বেড রেস্টের' পরামর্শ দেওয়া হয়েছে। সেই সার্টিফিকেটে সই রয়েছে এইচ চৌধুরীর।

Anubrata Mondal: এবার হিটলারের শরণাপন্ন অনুব্রত! মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে জটিল তত্ত্ব
অনুব্রত মণ্ডলImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 02, 2025 | 4:54 PM

বীরভূম: বোলপুর থানার আইসি-কে কদর্য ভাষায় গালিগালাজ। মামলার টানাপোড়েনে বীরভূমের ‘একদা বাঘ’ অনুব্রত মণ্ডল। এবার পুলিশি তলব এড়াতে হিটলারের শরণাপন্ন অনুব্রত। নাহ, এ জার্মানি হিটলার নন, বীরভূমের মল্লারপুরের হিটলার চৌধুরী এবার অনুব্রতর ত্রাতা। পুলিশের কাছে যে মেডিক্যাল সার্টিফিকেট জমা দিয়েছেন অনুব্রত মণ্ডল, তাতে সই রয়েছে এইচ চৌধুরীর। রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী, ডাক্তারের নাম হিটলার চৌধুরী। সরকারি নথি অনুযায়ী, হিটলার চৌধুরী BMOH, অর্থাৎ ব্লক মেডিক্যাল অফিসার। যদিও বিএমওইএইচ হিটলার চৌধুরীর দাবি, ওই রেজিস্ট্রেশন নম্বর তাঁর নয়। তাহলে প্রশ্ন উঠছে, কোন চিকিৎসকের মেডিক্যাল সার্টিফিকেট জমা দিলেন অনুব্রত?

SDPO অফিসে রবিবার অনুব্রতর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি সেখানে গেলেন না, বরং পাঠালেন আইনজীবীদের। কিন্তু একটি মেডিক্যাল সার্টিফিকেট জমা দিলেন। তাতে অনুব্রত মণ্ডলকে পাঁচ দিনের ‘বেড রেস্টের’ পরামর্শ দেওয়া হয়েছে। সেই সার্টিফিকেটে সই রয়েছে এইচ চৌধুরীর। পাশে লেখা রেজিস্ট্রেশন নম্বর ৮৭৮৪৫। এই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে WBMC সাইটে গিয়ে সার্চ করতেই দেখা গেল, সেখানে নাম আসছে হিটলার চৌধুরীর। যিনি চিনের কুমকুমিং প্রদেশের একটি কলেজ থেকে পাশ করেছেন। পরে তিনি রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত করেছেন। সেই নাম-রেজিস্ট্রেশন নম্বর মিলিয়ে চলে ফোন নম্বরের খোঁজ। জানা যায়, রামপুরহাট ১ নম্বর ব্লকের BMOH। ফেসবুকে তিনি হিটলার রাজা চৌধুরী দিয়ে রয়েছেন। ফোনে যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন. “এই রেজিস্ট্রেশন নম্বর আমার নয়।” বলেই তিনি ফোন কেটে দেন।

এরপর TV9 বাংলা যোগাযোগ করে CMOH-এর সঙ্গে। তিনি বলেন, “এই সার্টিফিকেট সংক্রান্ত কিছু বলতে পারব না। তবে BMOH বা সরকারি পদে যাঁরা রয়েছেন, তাঁদের প্রাইভেট প্র্যাকটিস করার কোনও অধিকার নেই।” তাহলে অনুব্রত মণ্ডলের আইনজীবীদের দেওয়া মেডিক্যাল সার্টিফিকেটে সই কার? উঠছে জোরাল প্রশ্ন।