Anubrata Mondal: ‘বেড রেস্ট’ শেষ, অবশেষে হাজিরা অনুব্রত মণ্ডলের

Anubrata Mondal: বিকেল ৩টের পর এসডিপিও অফিসে হাজিরা দিলেন অনুব্রত। কড়া নিরাপত্তায় ঘেরা গোটা অফিস চত্বর। নামানো হয়েছে রাজ্য পুলিশের র‌্যাফ।

Anubrata Mondal: বেড রেস্ট শেষ, অবশেষে হাজিরা অনুব্রত মণ্ডলের
অনুব্রত মণ্ডল

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 05, 2025 | 4:03 PM

শান্তিনিকেতন: পাঁচ দিনের বেড রেস্ট শেষ! অবশেষে হাজিরা দিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বোলপুরের আইসি-কে হুমকি দেওয়ার অভিযোগে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। একাধিকবার হাজিরার নোটিস দেওয়া হয় তাঁকে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। অবশেষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টের পর এসডিপিও অফিসে হাজিরা দিলেন তিনি।

হুমকি, যৌন হেনস্থার মতো একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর হয়েছে অনুব্রতর বিরুদ্ধে। ফলে তাঁর গ্রেফতারি নিয়েও জল্পনা রয়েছে। আইসি লিটন দাসকে যেভাবে কদর্য ভাষায় হুমকি দেওয়া হয়েছিল, সেই অডিয়ো প্রকাশ্য়ে এসেছে আগেই। সেই কথোপকথন প্রকাশ্য়ে আসার পর তৃণমূলের তরফে তাঁকে ক্ষমা চাইতেও বলা হয়। সঙ্গে সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়ে ক্ষমাও চেয়ে নেন তিনি।

এরপর পুলিশ তাঁকে হাজিরার নোটিস দিলেও বারবার হাজিরা এড়িয়ে যান অনুব্রত। প্রশ্ন ওঠে, অনুব্রত কি তাঁর সেই পুরনো দাপট দেখিয়েই হাজিরা দিচ্ছেন না? অবশেষে বেড রেস্ট শেষ হওয়ার পর থানায় পৌঁছলেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে শান্তিনিকেতন থানা চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। নামানো হয়েছে রাজ্য পুলিশের র‌্য়াফ। একটি সাধারণ গাড়িতে চেপে বিকেল সাড়ে ৩টের কিছু পর অনুব্রত সোজা ঢুকে যান থানায়। পৌঁছে যান এসডিপিও অফিসে।

তবে বিরোধীরা প্রশ্ন তুলছেন, এই পাঁচদিনে অনেক কিছুই ঘটে গিয়েছে। দলের তরফো আশ্বাস মিলেছে কি না, সেই প্রশ্নও তুলেছে বিজেপি। তবে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, “আইনের শাসন আছে বলেই একজন দাপুটে নেতার বিরুদ্ধে পুলিশ এফআইআর করেছে।”