
বীরভূম: রথের রশির টান নিয়েও প্রকাশ্যে কোন্দল! শুক্রবার কঙ্কালীতলা থেকে রথের দড়ি টানা নিয়ে অনুব্রত মণ্ডল বিঁধলেন কাজল শেখ। তিনি বললেন,“আগে দেখিনি তো, এখন অনেক কিছুই দেখতে পাবেন।”
রথযাত্রা উপলক্ষে শুক্রবার কঙ্কালীতলায় রথ বের করা হয়। সেখানে রথের রশিতে টান দেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ ও নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাজি-সহ অন্যান্যরা। শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি বলেন,“আগে তো দেখেনি, এখন দেখছি অনেককিছুই। অপেক্ষা করুন অনেককিছুই দেখতে পাবেন।”
কাজল শেখের এধরনের বক্তব্যে স্পষ্ট বীরভূমে কাজল কেষ্টর দ্বন্দ্ব এখনও বিরাজমান। কাজল বলেন, “একটা প্রবাদ আছে, গায়ে মানে না আপনে মোড়ল। মাতব্বরি করতে তিনি গিয়েছিলেন। বোলপুর থেকেই আমরা হারছি। সেটাকেই ঠিক করতে পারছেন না। এখন দুবরাজপুরে যাচ্ছেন।” তিনি আরও বলেন, “আমরা এই উৎসবকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা ইসলাম ধর্মের মানুষরা সবদিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি।”
এদিকে, রথের রশিতে টান দিয়ে অনুব্রত মণ্ডলের রথে আগে মাহাত্ম্য, জনপ্রিয়তা অনেক বেশি ছিল। আগে গ্রামগঞ্জ থেকে অনেক লোক আসত। তিনি বলেন, “এখন রথ বেশি বেরোচ্ছে। রথ আমি ছোটবেলা থেকে টানছি। আমার পাড়ার সামনের রাস্তা খারাপ। তাই এখান থেকে টেনেছি।”