Anubrata Mondal: ‘SIR হলে তো ভালই হবে’, এবার উল্টো সুর কেষ্টর গলায়

Bolpur: তিনিও বললেন, বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবেন। দলের নেতা মন্ত্রী মাথারা যখন SIR ইস্যু নিয়ে একের পর এক মুখ খুলছেন, সেই সময় একদম ভিন্ন সুর শোনা গেল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গলায়। বীরভূমের বাঘ আবার বলে বসলেন,"SIR হোক।"

Anubrata Mondal: SIR হলে তো ভালই হবে, এবার উল্টো সুর কেষ্টর গলায়
অনুব্রত মণ্ডলImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 28, 2025 | 10:38 PM

বোলপুর: তখনও SIR শুরু হয়নি। জল্পনা চলছিল। তার মধ্যেই রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়ামিন হুমকি দিয়ে বলেছিলেন, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে তিনি মোথাবাড়ি লণ্ডভণ্ড করে দেবেন। আজ অর্থাৎ মঙ্গলবার একই সুর শোনা গেল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। তিনিও বললেন, বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবেন। দলের নেতা মন্ত্রী মাথারা যখন SIR ইস্যু নিয়ে একের পর এক মুখ খুলছেন, সেই সময় একদম ভিন্ন সুর শোনা গেল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গলায়। বীরভূমের বাঘ আবার বলে বসলেন,”SIR হোক।”

কী বলেছেন কেষ্ট?

অনুব্রত বলেন, “এসআইআর চালু হোক না। অসুবিধা কী আছে? এসআইআর হলে তো ভালই হবে। খারাপের কিছু নেই, এত ভাল জিনিস। এতে খারাপের কিছুই হবে না।” প্রসঙ্গত, আজ যখন অনুব্রত এই কথা বলছেন, ঠিক তখনই তাঁরই দলের নেতা তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ভিন্ন কথা। সুর চড়িয়েছেন কমিশনের বিরুদ্ধে। আক্রমণ করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিককে। তৃণমূল নেতা এও বলেছেন, সব সময় বিজেপি থাকবে না। তখন যেন মুখ্য নির্বাচনী আধিকারিক দেশ ছেড়ে না পালিয়ে যান। তিনি বলেন, “আমি সাংসদ হিসাবে এদের ওয়ার্নিং দেব, আজ নয় কাল সরকার বদলাবে। জ্ঞানেশবাবু দেশ ছেড়ে পালাবেন না। বিজেপি থাকবে না, দেশের সংবিধান থাকবে। অমিত শাহ থাকবে না। তখন যেখানে থাকবেন খুঁড়ে নিয়ে আসব। জবাবদিহি মানুষের কাছে দিতে হবে। আপনার অনেক তথ্য আমাদের কাছে আছে। সময় মতো সব মানুষের কাছে উপস্থাপিত করব।” খোদ দলের নেতা যখন এমন কথা বলছেন, সেই সময় হঠাৎ কেন এ হেন মন্তব্য কেষ্টর? তা নিয়েই বেড়েছে জল্পনা।