Bengal STF: বাংলায় জঙ্গি সন্দেহে গ্রেফতার আবাসউদ্দিন, যুদ্ধ আবহের মধ্যেই বীরভূমে কী করছিল?

Bengal STF: অভিযুক্তের নাম আবাসউদ্দিন মোল্লা। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এলাকার পাতরা গ্রামে। সেখান থেকে গ্রেপ্তার করা হয় তাকে। উল্লেখ্য, এর আগে শুক্রবার বীরভূমের নলহাটিতে দুই সন্দেহভাজন জেএমবি জঙ্গীকে গ্রেফতার করে রাজ্য এসটিএফ।

Bengal STF: বাংলায় জঙ্গি সন্দেহে গ্রেফতার আবাসউদ্দিন, যুদ্ধ আবহের মধ্যেই বীরভূমে কী করছিল?
আবাসউদ্দিন মোল্লাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 10, 2025 | 5:28 PM

রামপুরহাট: ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত চলছে। পাকিস্তানের পাঠানো একের পর এক ক্ষেপণাস্ত্র খতম করছে ভারত। দেশের বীর জওয়ানরা যখন পাকিস্তানের সব ‘দুষ্টু’ বুদ্ধি বানচাল করছে, সেই সময় বাংলা থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হচ্ছে একের পর এক ব্যক্তিকে। জেএমবি জঙ্গি সন্দেহে আরও একজনকে গ্রেফতার করল বীরভূম এসটিএফ।

অভিযুক্তের নাম আবাসউদ্দিন মোল্লা। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এলাকার পাতরা গ্রামে। সেখান থেকে গ্রেপ্তার করা হয় তাকে। উল্লেখ্য, এর আগে শুক্রবার বীরভূমের নলহাটিতে দুই সন্দেহভাজন জেএমবি জঙ্গীকে গ্রেফতার করে রাজ্য এসটিএফ। ধৃতদের নাম আজমল হোসেন এবং সাহেব আলি খান। আজমলের বাড়ি নলহাটির গ্রামে। অপরর জনের বাড়ি পাইকর গ্রামে। অভিযুক্তদের মধ্যে একজন দর্জি ও অন্যজন হাতুড়ে ডাক্তার। ধৃত আজমলের বাড়ি থেকে বাংলাদেশের বেশ কয়েকটি ধর্মীয় বই, একটি ল্যাপটপ, একটি মোবাইল সহ বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করেছিল এসটিএফ।

তাদেরই জেরা করে ডায়মন্ড হারবারের আবাসউদ্দিন মোল্লার হদিস পায় এসটিএফ (STF)। এরপর অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আজ ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হল।