
বীরভূম: ২৪ ঘণ্টা কাটল না, ফের একবার বাঙালি নির্যাতনের অভিযোগ তুললেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে আটক করেছে বীরভূমের বাসিন্দাদের। সেই ভিডিয়ো পোস্ট করেছেন তৃণমূল সাংসদ। বস্তুত, শনিবারই সামিরুল অভিযোগ করেছিলেন দু’জন মতুয়াকে বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটকে রাখা হয়েছে। সেই ঘটনার পর ফের পোস্ট তৃণমূল সাংসদের।
সামিরুলের পোস্ট করা ভিডিয়োয় শোনা যাচ্ছে, দুজন মহিলা ও তাঁদের সঙ্গে বেশ কয়েকজন শিশু রয়েছে। তাদের মধ্যে একজন মহিলা হাত জোড় করে বলছেন, “আমরা দিল্লিতে কাজে এসেছি। আমাদের বাংলাদেশি সন্দেহে ধরে নিয়ে গেছে। আধার কার্ড দেখালাম। বলছি আমরা বাংলাদেশি নই। তাও দিল্লি পুলিশ বলছে তোদের বাংলাদেশি বানিয়ে দেব আমি। আমরা পুলিশের কাছে বারবার অনুরোধ করলাম আমাদের ছেড়ে দেওয়ার জন্য। আমাদের মেরেছে, অত্যাচার করেছে। জোর করে ফোটো তুলেছে। জবরদস্তি আমাদের হাসপাতালে নিয়ে গিয়ে মেডিক্যাল করেছে।” এরপর ওই মহিলা বলছেন, “মমতা দিদি আমাদের নিয়ে যান। আমরা এখন রাস্তায়-রাস্তায় ঘুরছি। আমাদের আসল বাড়ি বীরভূমে। সাহায্য করুন আমাদের।”
Prime Minister @narendramodi, you came to Bengal and spoke extensively about infiltration. Let me introduce you to a woman named Sweaty Biwi, an Indian citizen from Birbhum—the land of Rabindranath Tagore.
In the video, she shares the painful ordeal she’s going through.Sweaty… pic.twitter.com/fRKVxkSvAU
— Samirul Islam (@SamirulAITC) July 19, 2025
সংশ্লিষ্ট এই ভিডিয়োটি পোস্ট করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ। গতকাল প্রধানমন্ত্রী দুর্গাপুরের সভা থেকে বলেছিলেন বিজেপি এই রাজ্যে আসল উন্নয়ন করবে। তৃণমূল নেতার প্রশ্ন, কীভাবে উন্নয়ন সম্ভব যখন বিজেপি নেতারা বাঙালিকে রোহিঙ্গা বলে?উল্লেখ্য, শুধু দিল্লি নয়, চেন্নাইয়েও মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ প্রকাশ্যে এসেছে।
বস্তুত, গতকাল প্রধানমন্ত্রী বলেছিলেন, বাঙালি অস্মিতা বিজেপির হাতেই সুরক্ষিত। কিন্তু তার মধ্যেই আবারও ভিডিয়ো তুলে পোস্ট তৃণমূল নেতার যা নিতান্তই তাৎপর্যপূর্ণ।