Birbhum: দশ দিন ধরে পুষেছিল রাগ! সামনে পেতেই রাস্তায় ফেলে একের পর এক কোপ

Birbhum: পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম সুজয় বিত্তার। তিনি সাঁইথিয়ার মনসাপল্লির বাসিন্দা। সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়।

Birbhum: দশ দিন ধরে পুষেছিল রাগ! সামনে পেতেই রাস্তায় ফেলে একের পর এক কোপ
আহত যুবকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 13, 2025 | 9:49 PM

বীরভূম: পুরোনো বিবাদকে কেন্দ্র করে স্থানীয় ক্লাব সদস্যদের মধ্যে অশান্তি। প্রকাশ্য রস্তায় যুবককে লক্ষ্য করে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ। শুক্রবার দুপুরে সাঁইথিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাস কালিতলার ঘটনা। ইতিমধ্য়েই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম সুজয় বিত্তার। তিনি সাঁইথিয়ার মনসাপল্লির বাসিন্দা। সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দিন দশেক আগে সুজয়ের সঙ্গে এক যুবকের বচসা হয়। সে সময়ে সুজয় গালিগালাজ করায়, তাঁকে চড় মারে বলে অভিযোগ।

দশ দিন বাদে সেই পুরনো ঘটনা নিয়েই অশান্তি আবারও বাধে। সেই পুরোনো ঘটনাকে কেন্দ্র করে আচমকাই হামলা চালানোর অভিযোগ উঠে। অভিযোগ, মারধরের ঘটনায় গলা, ঘাড় ও মাথায় আঘাত লেগেছে। ধারাল অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হয়েছে। ঘটনায় আহত যুবকের পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছে। যদিও থানার তরফে জানা গিয়েছে, এখনও অবধি কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অন্যদিকে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক।