Kesto-kajal: মুখ্যমন্ত্রী জেলা ছাড়তেই শুরু কাজল-কেষ্টর অনুগামীদের দ্বন্দ্ব

Birbhum: ঘটনাটি ঘটেছে সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত অবিনাশপুর অঞ্চলে। সেখানে বাস স্ট্যান্ডের সামনেই তৃণমূলের অনুব্রত গোষ্ঠী ও কাজল গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারামারি হয়েছে বলে জানা গিয়েছে।

Kesto-kajal: মুখ্যমন্ত্রী জেলা ছাড়তেই শুরু কাজল-কেষ্টর অনুগামীদের দ্বন্দ্ব
ফের কাজল-অনুব্রতর দ্বন্দ্বImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 29, 2025 | 9:57 PM

বীরভূম: ভাষা আন্দোলনের সূচনা করতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন বীরভূমে। তিনি জেলা ছাড়তেই ফের একই ছবি! বীরভূমের দুই কোর কমিটির সদস্য় অনুব্রত মণ্ডল ও কাজল শেখের গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে। বেধড়ক মারধর অনুব্রত ঘনিষ্ঠ লোকজনদের।

ঘটনাটি ঘটেছে সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত অবিনাশপুর অঞ্চলে। সেখানে বাস স্ট্যান্ডের সামনেই তৃণমূলের অনুব্রত গোষ্ঠী ও কাজল গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারামারি হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, দেদার বোমাবাজিও। অনুব্রত গোষ্ঠীর লোকজনকে মারধরের অভিযোগ কাজল গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে সিউড়ি থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা করেছে।

জানা গিয়েছে, অবিনাশপুর অঞ্চলের সভানেত্রী তনুজা ধীবরের স্বামীকে ব্যাপক মারধর করা হয়েছে বলে দাবি। আর এই সভানেত্রী অনুব্রত ঘনিষ্ঠ বলে কানাঘুষো শোনা যায়। পাশাপাশি আরও দু’জন আহতকে সিউড়ি সদর হাসপাতাল নিয়ে আসা হয়। তনুজা ধীবর বলেন, “আমার স্বামী চায়ের দোকানে চা বিক্রি করছিল। সেই সময় হঠাৎ বোমাবাজি-ঢিল ছোড়াছুড়ি। রড দিয়ে মাথায় মেরেছে। আমি অঞ্চলের সভানেত্রী। আমি অনুব্রত মণ্ডলের টিম। আর ওরা কাজল শেখের টিম।” এখন পর্যন্ত কাজল শেখের বা তাঁর অনুগামীদের কোনও বক্তব্য মেলেনি।