Birbhum: সবজির গাড়িতে গরু ঢোকাকে কেন্দ্র করে বিবাদ, পিটিয়ে খুনের অভিযোগ

Birbhum: গতকাল রমজান শেখ মাঠে গরু চরাতে গিয়ে গ্রামের এক বাসিন্দার মিরণ শেখের সবজির জমিতে গরুটি ঢুকে যায়। তারপর, দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখন মিরন শেখ রমজান শেখকে বাঁশ দিয়ে ও লাথি দিয়ে মারতে থাকে।

Birbhum: সবজির গাড়িতে গরু ঢোকাকে কেন্দ্র করে বিবাদ, পিটিয়ে খুনের অভিযোগ
সিপিএম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 10, 2024 | 1:59 PM

বীরভূম: সবজির জমিতে গরুর ঢোকাকে কেন্দ্র করে পুরনো রাজনৈতিক শত্রুতার জেরে সিপিআইএম নেতাকে পিটিয়ে খুন করার অভিযোগ মৃত্যুর পরিবারের। মৃত ব্যক্তির নাম রমজান শেখ (৫০)। বাড়ি নানুরের ননগর কড্ডা অঞ্চলের ভেপুরা গ্রামে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে সিপিএম করতেন। সিপিএমের গ্রাম কমিটির সম্পাদক ও নানুর ব্লক কমিটির সদস্য ছিল।

গতকাল রমজান শেখ মাঠে গরু চরাতে গিয়ে গ্রামের এক বাসিন্দার মিরণ শেখের সবজির জমিতে গরুটি ঢুকে যায়। তারপর, দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখন মিরন শেখ রমজান শেখকে বাঁশ দিয়ে ও লাথি দিয়ে মারতে থাকে। তারপর, আহত অবস্থায় বেশ কিছুক্ষণ পরে থাকার পর গ্রামবাসীদের কাছে থেকে খবর পেয়ে মাঠে ছুটে গিয়ে দেখতে পান আহত অবস্থায় জমির মধ্যে পড়ে রয়েছে।

তারপর, তড়িঘড়ি রমজান শেখকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তারপর, গতকাল রাতেই রমজান শেখের মৃত্যু হয়। তবে পরিবারের অভিযোগ, পুরনো রাজনৈতিক শত্রুতার জেরে পরিকল্পিতভাবে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। পরিবারের আরও দাবি,  গত ১০ দিন আগে মিরন শেখের বাবার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় রমজান শেখের। তখন মিরন শেখ পরে সুযোগ পেলে দেখে নেওয়ার হুমকি দেয়। এমনটাই অভিযোগ পরিবারে। নানুর থানায় লিখিত অভিযোগ করা হয়।

তারপর নানুর থানার পুলিশ মূল অভিযুক্ত মিরন শেখকে গ্রেফতার করে। তবে অভিযুক্ত মিরণ শেখ কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোনও রাজনৈতিক যোগ নেই। পুরোটাই দুজনের মধ্যে কথা কাটাকাটির কারণে পিটিয়ে খুন করা হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।