বীরভূম: মহিলার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে ব্ল্যাকমেইল। গ্রেফতার বিজেপির বুথ সভাপতি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের সিউড়িতে। এক ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে ভিডিয়ো কলে চ্যাট করে তাঁর নগ্ন ছবি ভাইরাল করার হুমকির অভিযোগ ওঠে এক বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত সিউড়ির কড়িধ্যা এলাকার ব্রজের গ্রামের ১৯৯ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি। তাঁকে গ্রেফতার করেছে সিউড়ি থানার পুলিশ। তাঁকে সিউড়ি আদালতে পেশ করা হলে, আদালত ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
জানা গিয়েছে, সিউড়ির এক ব্যাবসায়ীর স্ত্রীর সঙ্গে ফেসবুকে আলাপ হয় অভিযুক্ত নেতার। সেই সম্পর্কেই ভিডিয়ো কলে কথাবার্তা শুরু হয়। তা থেকে তৈরি হয় দু’জনের ঘনিষ্ঠ মুহূর্ত। অভিযোগ, এরপরই অভিযুক্ত ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মহিলার স্বামীকে পাঠিয়ে ৫ লক্ষ টাকা দাবি করেন।
প্রথমটায় বাড়িতে কিছু জানাতে ভয় পাচ্ছেন ওই মহিলা। পরে তিনি তাঁর স্বামীকে গোটা বিষয়টি জানান। ওই পরিবার সিউড়ি থানার দ্বারস্থ হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করে। তৃণমূলের দাবি, অভিযুক্ত যুবক স্থানীয় বিজেপির বুথ সভাপতি। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। তদন্ত চলছে।
স্থানীয় বিজেপি নেতা, এখনকার প্রযুক্তিতে ছবি নিয়ে যা হয়। তবে সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে। অভিযোগ প্রমাণিত হলে, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে।