SSC Tainted Candidate: অযোগ্য-তালিকায় বিজেপি নেতার স্ত্রী, দল বলছে ‘বৃহত্তর ষড়যন্ত্র’

SSC Tainted Candidate: অযোগ্যদের তালিকায় ৬৫৩ নম্বরে নাম রয়েছে বিজেপির বীরভূম জেলার কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষী বিশ্বাসের।

SSC Tainted Candidate: অযোগ্য-তালিকায় বিজেপি নেতার স্ত্রী, দল বলছে বৃহত্তর ষড়যন্ত্র
লক্ষ্মী বিশ্বাসImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 31, 2025 | 7:09 PM

রামপুরহাট: অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তালিকায় পাতায় পাতায় তৃণমূল নেতা বা নেতা ঘনিষ্ঠের নাম। কাউন্সিলর থেকে বিধায়ক-কন্যা, অনেকেরই নাম রয়েছে সেখানে। এবার সামনে এল এক বিজেপি নেতার স্ত্রীর নাম। বীরভূমের রামপুরহাটের ঘটনা। বিজেপির দাবি, এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র। ওই বিজেপি নেতা সিবিআই-এর দ্বারস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে।

বিজেপির জেলা কোষাধ্যক্ষের স্ত্রীর নাম রয়েছে দাগিদের তালিকায়। স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত অযোগ্যদের তালিকায় ৬৫৩ নম্বরে নাম রয়েছে বিজেপির বীরভূম জেলার কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষী বিশ্বাসের। তিনি বীরভূমের রামপুরহাটের কুশুম্বা হাইস্কুলের শিক্ষিকা ছিলেন।

রামপুরহাটে তাঁদের বাড়িতে গেলেও লক্ষী বিশ্বাস বা তাঁর স্বামী তথা বিজেপি নেতা সুরজিৎ সরকার, কারও দেখা মেলেনি। সুরজিৎ সরকার ইতিমধ্যেই সিবিআই-এর দ্বারস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে। লক্ষ্মী বিশ্বাস ও সুরজিৎ সরকার কলকাতায় রয়েছেন।

তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, “বিষয়টি রাজ্য দেখবে।” তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।’ তবে বিজেপির দাবি, লক্ষ্মীর নাম অযোগ্যদের তালিকায় থাকা উচিত নয়। বীরভূম সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি ধ্রুব সাহা বলেন, লক্ষ্মী অত্যন্ত মেধাবী ছাত্রী। অযোগ্যদের তালিকায় নাম থাকাটা সঠিক নয়। তাঁর স্বামী ইতিমধ্যেই সিবিআই-এর দ্বারস্থ হয়েছেন। আসলে এটা বৃহত্তর ষড়যন্ত্রের ঘটনা বলেও দাবি করেছেন বিজেপি নেতা।