Birbhum: ডেলিভারি বয় তখন কোড চেয়েছিলেন, আচমকাই তাঁর হাত থেকে ফোন ছিনিয়ে পালালেন ক্রেতা, তারপর…

Birbhum: একটি অনলাইন সাইডে মোবাইল অর্ডার করে ডেলিভারি নেওয়ার সময় ডেলিভারি বয়ের হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ে গণপিটুনির শিকার এক যুবক।

Birbhum: ডেলিভারি বয় তখন কোড চেয়েছিলেন, আচমকাই তাঁর হাত থেকে ফোন ছিনিয়ে পালালেন ক্রেতা, তারপর...
অভিযুক্ত Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 22, 2025 | 5:27 PM

বীরভূম:  অনলাইনে মোবাইল অর্ডার করেছিলেন। নির্দিষ্ট দিনে ডেলিভারিও হবে। সকালে ডেলিভারি বয় ফোন করেন। ঠিকানা কনফর্ম করেন। এরপর আসেন ডেলিভারি বয়। ফোনে কথা বলায় ক্রেতাও বেরিয়ে আসেন ঘর থেকে। ডেলিভারি বয়  ডেলিভারি কোড চান। তার আগেই ডেলিভারি বয়ের হাত থেকে নতুন মোবাইলের বাক্স ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন এক যুবক। শেষমেশ ধরাও পড়েন।

একটি অনলাইন সাইডে মোবাইল অর্ডার করে ডেলিভারি নেওয়ার সময় ডেলিভারি বয়ের হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ে গণপিটুনির শিকার এক যুবক। অভিযোগ, লাভপুরের বাসিন্দা শঙ্খচূড়া একটি মোবাইল অর্ডার দেয় অনলাইন সাইডে। মোবাইল ডেলিভারি নেওয়ার জায়গা দেওয়া হয় সিউড়ির একটি জায়গাতে। সেখানে মোবাইল ডেলিভারি নিতে এসে মোবাইলটি নিয়ে ছুটে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা ও ডেলিভারি বয় তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দেওয়া হয়। তুলে দেওয়া হয় সিউড়ি থানার পুলিশের হাতে। অভিযুক্ত যুবকের বক্তব্য, “সিউড়ি এসেছিলাম, মোবাইল নেব বলে। মোবাইলটা নিয়ে পালিয়ে যাচ্ছিলাম। এখন ধরেছে। ১৯ তারিখ অর্ডার করেছিলাম।” পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।