বীরভূম: স্বাধীনতা দিবসের প্রাক্কালে গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার মহেশপুরে। ধৃতের নাম চঞ্চল শেখ। তাঁর বাড়ি বীরভূমের নলহাটি থানার কাঁটাগড়িয়ে। গভীর রাতে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের নলহাটি থানার মহেশপুর গ্রামের কাছে ওই দুষ্কৃতী ঘোরাফেরা করছিল।
পুলিশের সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে তল্লাশি শুরু করে। সেই সময় তাঁর কাছ থেকে একটি গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। তারপরেই তাঁকে গ্রেফতার করে নলহাটি থানার পুলিশ। তবে কী কারণে ওই দুষ্কৃতী সেখানে ঘোরাফেরা করছিল সেই বিষয়টি তদন্ত করছে পুলিশ। ধৃতকে আজ রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
সারা রাজ্যের পাশাপাশি সতর্ক বাঁকুড়া রেল পুলিশ। স্বাধীনতা দিবসের দিন যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ডগ স্কোয়াড ও মেটাল ডিটেক্টর নিয়ে চলছে জোর তল্লাশি। নাশকতা রুখতে বাঁকুড়া স্টেশন চত্বরে যাত্রীদের সঙ্গে থাকা জিনসপত্র যেমন খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে তেমনই স্টেশন চত্বরের প্রতিটি কোণা পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করছে রেল পুলিশ। জঙ্গলমহলের জেলা হওয়ায় এই বাড়তি সতর্কতা বলে জানিয়েছে রেল পুলিশ। তবে শুধু রেল পুলিশই নয় বাঁকুড়ার জঙ্গলমহল হিসাবে পরিচিত রানিবাঁধ, রাইপুর, সারেঙ্গা ও বারিকুল থানা এলাকার পুলিশকেও চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)