বীরভূম: ভোটারের হাত ধরে বুথে নিয়ে গিয়ে ঘাস ফুল প্রতীকের পাশে বোতাম চিপাচ্ছেন! অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। TV9 বাংলার ক্যামেরাতেও ধরা পড়ে সেই ছবি। ইলামবাজারের ছাতরা বান্দি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অভিযোগ, শাসক দলের কর্মীরা ভোটারদের হাত ধরে নিয়ে যাচ্ছেন ইভিএম-এর সামনে এবং কার্যত বাধ্য করছেন শাসক দলকে ভোট দিতে।
এই স্কুলের ২৫ নম্বর বুথের সিপিএম বুথ এজেন্টও সেই একই অভিযোগ তোলেন। যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য, “এরকম ধরনের কোনও ঘটনা ঘটছে না। এক জন চোখে কম দেখতে পান। কাকা নিয়ে এসে এক যুবক ভোট করান। এছাড়া শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে।”
যদিও তাৎপর্যপূর্ণভাবে দেখা যায়, অভিযোগ ওঠার পর ওই বুথের প্রিসাইডিং অফিসার মৃণালকান্তি দে-কে পরিবর্তন করা হয়। তাঁর জায়গায় অন্য প্রিসাইডিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়।
কমিশন সূত্রে খবর, ওয়েব কাস্টিংয়ে ধরা পড়েছে ইভিএম এর সামনে দ্বিতীয় ব্যক্তি দাঁড়িয়ে থেকে ভোট করাচ্ছেন। তারপরেই প্রিসাইডিং অফিসার মৃণাল কান্তি দে-কে সরিয়ে দেওয়া হয়।