
সিউড়ি: ভারতীয় ক্রিকেটার মহম্মদ সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের সঙ্গে জায়গা গন্ডগোল। সেই ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যায় প্রতিবেশীকে ঠেলাঠেলি করছেন হাসিন জাহান। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা।
বীরভূমের সিউড়ির ৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। এই ঘটনার পর হাসিন জাহান ও তাঁর প্রতিবেশী দু’পক্ষই সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা যাচ্ছে, হাসিন জাহানের অভিযোগে নাম জড়িয়েছে ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী কাজী ফরজুদ্দিনের। এ দিকে পাল্টা আবার এলাকাবাসী দাবি করছেন, বারবার ক্রিকেটারের প্রাক্তন স্ত্রী তাঁদের বিভিন্ন ধরনের মামলার ভয় দেখিয়েছেন।
যদিও, এই বিষয়ে সাংবাদিকরা হাসিন জাহানের প্রতিক্রিয়া নিতে চাইলে তিনি কোনও উত্তর দেননি। স্থানীয় এক মহিলা নাগমা খাতুন বলেন, “কাজ বন্ধ করার কথা হয়েছিল। কিন্তু তাও উনি কাজ চালিয়ে যাচ্ছিলেন। এমনকী হাসিন জাহান মারধরও করেছেন এক মহিলাকে। তিনি হাসপাতালে ভর্তি। ওই মেয়েটার ঘাড়ে ব্যথা লেগেছ। উনি টাকা দিয়ে পুলিশকেও কিনে নিয়েছে। আমরা চাইছি আইনি ব্যবস্থা নেওয়া হোক ওর বিরুদ্ধে।”