Birbhum: হাসপাতালে ঢুকে MSVP-কে ‘হুমকি’, রামপুরহাট মেডিক্যালে নেতার ‘দাদাগিরি’

হিমাদ্রী মণ্ডল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 20, 2025 | 6:31 PM

Birbhum: সেই অভিযোগের পর ১৭ মার্চ দুপুরে এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা ওয়াসিম আলি ভিক্টরকে সঙ্গে নিয়ে বিকি সেখ ও তাঁর আরও এক সঙ্গী অ্যাডিশনাল MSVP র দফতরে আসেন।

Birbhum: হাসপাতালে ঢুকে MSVP-কে হুমকি, রামপুরহাট মেডিক্যালে নেতার দাদাগিরি
MSVP-কে হুমকি দেওয়ার সিসিটিভি ফুটেজ
Image Credit source: TV9 Bangla

Follow Us

রামপুরহাট: ফের ‘থ্রেট কালচারে’র অভিযোগ সরকারি মেডিক্যাল কলেজে। এবার সরকারি মেডিক্যাল কলেজের অ্যাডিশনাল MSVP কে হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। দফতরে কর্মরত অবস্থাতেই  তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা ওয়াসিম আলি ভিক্টরকে সঙ্গে নিয়ে এসে থ্রেট দেওয়ার অভিযোগ উঠল হাসপাতালের একজন বেসরকারি সংস্থার কর্মীর বিরুদ্ধে। ঘটনার পর আতঙ্কে রয়েছেন অ্যাডিশনাল MSVP। বিষয়টি জানিয়ে রাজ্য স্বাস্থ্য দফতর সহ স্বাস্থ্য দফতরের ১০ টি জায়গায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

বীরভূমের রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একটি বেসরকারি সংস্থার কর্মী বিকি শেখ হাসপাতালের নিয়ম মেনে ডিউটি করেন না বলে অভিযোগ। এই বিষয়টি মাসখানেক আগে বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তাদের ইমেলের মাধ্যমে অভিযোগ জানান রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যাডিশনাল MSVP। সেই অভিযোগের পর ১৭ মার্চ দুপুরে এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা ওয়াসিম আলি ভিক্টরকে সঙ্গে নিয়ে বিকি সেখ ও তাঁর আরও এক সঙ্গী অ্যাডিশনাল MSVP র দফতরে আসেন।

তাঁরাই হুমকি দেম বলে অভিযোগ। এই হুমকির পর আতঙ্কিত হয়ে পড়েন তিনি। অ্যাডিশনাল MSVP জানিয়েছেন, তিনি বিষয়টি রাজ্য স্বাস্থ্য দফতর সহ বিভিন্ন দফতরে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। এই অভিযোগের পর যদি কোনও ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আগামীদিনে বড় পদক্ষেপ করার কথা জানিয়েছেন তিনি।