Birbhum Murder: টাকা নিয়ে সাহায্যও করেছিলেন, কিন্তু স্রেফ ৫০০ টাকার জন্যই সেই বন্ধুকেই ‘খুন’ করলেন যুবক

Aziza Khatun | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 05, 2023 | 11:14 AM

Birbhum Murder: ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ছাতিনগ্রামের মাঝ মাঠে বাঁকা ডাঙ্গা বলে জঙ্গল থেকে শনিবার রাতে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নানুর থানা পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত প্রণব মেটেকে।

Birbhum Murder: টাকা নিয়ে সাহায্যও করেছিলেন, কিন্তু স্রেফ ৫০০ টাকার জন্যই সেই বন্ধুকেই খুন করলেন যুবক
নানুরে খুনের অভিযোগে ধৃত যুবক

Follow Us

বীরভূম: একটা মোবাইল কেনাবেচা নিয়ে সমস্যা হয়েছিল। কেবল ৫০০ টাকা নিয়ে বচসা। আর তার জেরেই বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। চারদিন নিখোঁজ থাকার পর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বীরভূমের নানুরে। পুলিশ জানিয়েছে , মৃতের নাম মঙ্গল লোহার (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত চার দিন আগে নিখোঁজ হয় নানুরের খুজুটিপাড়ার লোহা পাড়ার বাসিন্দা মঙ্গল। গত মাসের ২৮ তারিখে ১২ টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না মঙ্গল লোহারকে। সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করেন পরিবারের সদস্যরা। এরপর নানুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। নানুর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। মঙ্গল লোহারের বন্ধুদেরকে পুলিশ কথাবার্তা বলে। তাঁদের কাছ থেকেই নানুরের ছাতিন গ্রামের বাসিন্দা প্রণব মেটের খবর পাওয়া যায়। সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁর কথায় অসঙ্গতি পাওয়া যায়। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ছাতিনগ্রামের মাঝ মাঠে বাঁকা ডাঙ্গা বলে জঙ্গল থেকে শনিবার রাতে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নানুর থানা পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত প্রণব মেটেকে।

পরিবারের অভিযোগ, গত কয়েকদিন আগে ছাতিম গ্রামের প্রণব মেটের সঙ্গে মঙ্গল লোহারের মোবাইল কেনাবেচা নিয়ে বচসা হয়। তারপর প্রণব মেটে হাতের কাছে কাঠ পেয়ে মঙ্গল লোহারের মাথায় বেরিয়ে যায়, তারপর মৃত্যু হয় মঙ্গল লোহারের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রণব মেটের মোবাইল খারাপ হয়ে যায়, তারপর দোকানে ঠিক করতে দিয়েছিলেন। প্রণব মেটের কাছে টাকা না থাকাই মঙ্গল লোহার প্রণব মেটে তাঁকে তিন হাজার টাকা দিয়েছিলেন মোবাইলটা নিয়ে নিতে। কিন্তু আড়াই হাজার টাকা ফেরত দিতে পেরেছিলেন, পাঁচশো টাকা বাকি ছিল। এই নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। দু’জনে ছাতিন গ্রামের বাঁকা ডাঙ্গা জঙ্গলে মদ্যপান করছিলেন। সেখানে মদ্যপান করতে ৫০০ টাকা নিয়ে কথা কাটাকাটি ও তারপর হাতাহাতি হয়।

প্রণব জেরায় স্বীকার করেছে, বচসা চলাকালীন হাতের কাছে পাওয়া কাঠ নিয়ে মঙ্গল লোহারের মাথার পিছনে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মঙ্গল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অভিযুক্ত প্রণব মেটেকে গ্রেফতার করে নানুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

Next Article
Birbhum Coal Smuggling: ধরা পড়ছে চক্রের ‘চাঁইরা’, তারপরও বীরভূমে সক্রিয় র‌্যাকেট, বাইকেই চলছে লক্ষ টাকার পারাপার
Gadadhar Hazra: ‘অনুব্রতর কায়দাতেই ভোট করাব’, হুঁশিয়ারি কেষ্ট ঘনিষ্ঠ গদাধর হাজরার