Birbhum: স্বামী ঘুমোচ্ছিলেন, বাইরে থেকে ঘরে আগুন জ্বালিয়ে পালিয়ে গেলেন বৌ

Birbhum News: ঘটনাটি ঘটেছে আজ দুপুরে বীরভূমে নলহাটি থানার ছোট হাজারপুর গ্রামে। জানা গিয়েছে, ওই বাড়ির মালিক মান্নার শা'র। তাঁর দাবি, তিনি ঘরের মধ্যে ঘুমোচ্ছিলেন। সেই সময় তাঁর স্ত্রী রোজিনা বিবি বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। আর তারপর তালা লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যান।

Birbhum: স্বামী ঘুমোচ্ছিলেন, বাইরে থেকে ঘরে আগুন জ্বালিয়ে পালিয়ে গেলেন বৌ
মান্নার শাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 26, 2024 | 4:34 PM

নলহাটি: বাড়ির ভিতরে শুয়েছিলেন স্বামী। আর সেই সুযোগকেই কাজে লাগালেন স্ত্রী। দরজা বন্ধ করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। আগুনে ভস্মীভূত হয়ে গেল গোটা বাড়ি। তবে প্রাণে বেঁচে গিয়েছেন স্বামী।

ঘটনাটি ঘটেছে আজ দুপুরে বীরভূমে নলহাটি থানার ছোট হাজারপুর গ্রামে। জানা গিয়েছে, ওই বাড়ির মালিক মান্নার শা’র। তাঁর দাবি, তিনি ঘরের মধ্যে ঘুমোচ্ছিলেন। সেই সময় তাঁর স্ত্রী রোজিনা বিবি বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। আর তারপর তালা লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যান।

এ দিকে, আগুন লাগিয়ে দেওয়ার পর আর দেখা মেলেনি অভিযুক্ত রোজিনার। আগুন লাগার খবর পৌঁছয় দমকলে। সেখানে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার পুলিশ। মান্নার শা বলেন, “আমি ঘুমোচ্ছিলাম। সেই সময় বাইরে থেকে আগুন লাগিয়ে দিয়ে তালা মেরে দৌড়ে পালিয়ে গিয়েছে। আমি চিৎকার করছি। আশপাশের ছেলেরা দৌড়ে চলে আসে। তারপর আমায় তাঁরা বাঁচায়।”