
বীরভূম: সেচ খালে মাছ ধরতে গিয়েছিল। সঙ্গে অনেকেই ছিল। এবার খালে মাছ ধরার আশায় জাল ফেলেন। প্রথমবার মাছ উঠেও আসে। তবে এরপর ফের খালে জলে জাল ফেলতেই ঠেকল ভারী কিছু। এটা কী! জল থেকে জাল টেনে আনতেই চোখ কপালে ওঠার জোগাড়। এটা কী বেরল?
ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল ব্লকের অন্তর্গত পানসিউড়ি গ্রামে। সেখানেই মাছ ধরার জালে মাছ নয়, উঠল ছোট অজগর। এলাকাবাসীর কথায়,ওই অজগরের আকৃতি প্রায় চার ফুটের কাছে। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় সর্পপ্রেমী অমিত শর্মাকে। তিনি ঘটনাস্থলে আসেন। ওই অজগরটিকে জালমুক্ত করেন। অজগরটিকে জালমুক্ত করে উদ্ধার করার পর বন দফতরের সহযোগিতায় তাকে অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে।
সাপ উদ্ধার
যার জালে ধরা পড়েছিল ওই অজগর সেই ব্যক্তি বলেন, “আমাদের গ্রামের কাছে একটা সেচ খাল রয়েছে। সেখানে জাল লাগিয়েছিলেন আমার দাদা। প্রথমে ভেবেছি মাছ ধরা পড়েছে। পড়ে দেখি সাপ।” অপরদিকে সর্পপ্রেমী অমিত শর্মা বলেন, “এখন তো গরমকাল। সেই কারণে চারদিক থেকে সাপ বেরচ্ছে। তাই সকলের কাছে আবেদন দয়া করে সাপ মারবেন না।”