Suri: পাক ধরেছে চুলে, রাত্রিবেলা ফিরছিলেন একা-একা, সেই মুহূর্তেই ঘটল হাড়হিম ঘটনা

হিমাদ্রী মণ্ডল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 25, 2024 | 1:32 PM

Birbhum: জানা যাচ্ছে, ওই এলাকায় সুশান্ত সেন নামে এক ব্যবসায়ীপ মুদিখানার দোকান রয়েছে। তিনি অন্যান্য দিনের মতো বাড়ি ফিরছিলেন। সেই সময় তিনজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। আগ্নেয়াস্ত্র দেখায়। টাকার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করেন। ব্যবসায়ীর চিৎকার শুনে ছুটে আসেন পাড়া-প্রতিবেশী।

Suri: পাক ধরেছে চুলে, রাত্রিবেলা ফিরছিলেন একা-একা, সেই মুহূর্তেই ঘটল হাড়হিম ঘটনা
বীরভূমে হাড়হিম ঘটনা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

সিউড়ি: মুদিখানার দোকান থেকে ফিরছিলেন ব্যবসায়ী। সেই সময়ই কয়েকজন দুষ্কৃতী এসে ঘিরে ধরে তাঁকে। ভয়ে-আতঙ্কে কার্যত চিৎকার শুরু করেন ওই ব্যবসায়ী। তাঁর চিৎকার শুনে সেখানে হাজির হন এলাকাবাসী। তাঁরা পৌঁছে যেতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাটি বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত করিধ্যা গ্রামের জোড়া কালী মন্দির সংলগ্ন এলাার ঘটনা।

জানা যাচ্ছে, ওই এলাকায় সুশান্ত সেন নামে এক ব্যবসায়ীপ মুদিখানার দোকান রয়েছে। তিনি অন্যান্য দিনের মতো বাড়ি ফিরছিলেন। সেই সময় তিনজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। আগ্নেয়াস্ত্র দেখায়। টাকার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করেন। ব্যবসায়ীর চিৎকার শুনে ছুটে আসেন পাড়া-প্রতিবেশী।

উত্তেজিত হয়ে জনতা যখন তেড়েফুড়ে যায়। তখনই ম্যাগাজিন ও কার্তুজগুলি ফেলে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার পর খবর দেওয়া হয় সিউড়ি থানায়। পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের ফেলে যাওয়া কার্তুজ ও ম্যাগাজিন উদ্ধার করেছে তারা। স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমি মাল নিয়ে আসছিলাম। সেই সময় হঠাৎ চেঁচামেচি শুনতে পাই। সেই সময় আমরা পৌঁছে যাই। তথনই পালিয়ে যায় ওরা। রাস্তায় সেই সময় পড়েছিল ম্যাগাজিন ও কার্তুজ। পুলিশকে খবর দিই। তাঁরা এসেই উদ্ধার করে সবটা।”

Next Article