
বীরভূম: পথ হারিয়েছে, ছুটেছে দল। আজ ওরা দিশেহারা। থেকেই গিয়েছে লোকালয়ে। আর আসা যাওয়ার পথে একটু মনুষ্যসমাজকে তুড়ি দিয়ে যাওয়া আরকী! কখনও লাথি মেরে ভাঙছে গাড়ি, কখনওবা কারোর পিছনে কয়েক পা ছুটছে, ভয়ে তো আরকী সেই মানুষের থরহরিকম্প অবস্থা, আবার কখনও দোকানে ঢুকে সাবাড়ও করছে। দলছুট হাতি তো শুনেছেন, কিন্তু দলছুট ঘোড়ার কথা শুনেছেন? তাও আবার খোদ শহর এলাকায় মফফস্বল…। দলছুট ঘোড়ার অত্যাচারে অতিষ্ঠ বাসিন্দারা। ঘোড়াদের ‘ঘরে’ ফেরাতে হল প্রতিবাদ, পথ অবরোধও। সিউড়ি ১ নম্বর ব্লকের করিধ্যা গ্রামের বাসিন্দারা এখন কয়েকটি ঘোড়া নিয়ে নাকানিচুবানি খাচ্ছে।
দিন কয়েক আগে করিধ্যা গ্রামে ঢুকে পড়ে কয়েকটা ঘোড়া। লোকালয়েই তারা এখন দাপিয়ে বেড়াচ্ছে। আর স্থানীয় বাসিন্দারা বলছেন, দিনে দিনে সে দাপট বাড়ছে। রাস্তায় বেরোলে, তখন পিছনে কিছুটা তাড়া করেছে। তাতে দুর্ঘটনাও ঘটেছে। এক বয়স্ক লোককে তাড়া করে ফেলে দিয়েছে। মাথার বাঁ পাশে মারাত্মক আঘাত লেগেছে। স্ক্যান করাতে হচ্ছে তাঁকে।
রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়ি, টোটো কিংবা অটোর কাচ ভেঙে দিচ্ছে। রাস্তায় যাতায়াতের সময় লাথি মেরে ঘোড়ার দল ভেঙে ফেলছে যানবাহন। বারবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ না হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের।
বাধ্য হয়ে রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের। তাঁদের দাবি, প্রশাসনকে অবিলম্বে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে। ঘোড়াগুলিকে অন্যত্র নিয়ে যাওয়া ব্যবস্থা করতে হবে। না হলে বড়সড় আন্দোলনেরও হুঁশিয়ারি দেবেন তাঁরা।
বীরভূম জেলার DFO ডিএম প্রধান জানিয়েছেন, এটা বিপর্যয় মোকাবিলা দফতরের কাজ। কিন্তু তাদের সঙ্গে তারা এখনও যোগাযোগ করেনি। যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে কর্মীদের পাঠানো হবে।