Birbhum: সাহস ভাবুন! কেষ্টর অনুপস্থিতিতে তাঁর ডেরাই ফাঁকা করে দিল চোর, আবার ডিমও ভেজে খেল! বোলপুরে হইচই

হিমাদ্রী মণ্ডল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 05, 2024 | 3:51 PM

Birbhum: বোলপুরের নেতাজি মার্কেটের সামনে দীর্ঘ পাঁচ বছর ধরে চা, ডিম টোস্ট বিক্রি করেন কৃষ্ণ গোপাল দাস ওরফে কেষ্ট । অভিযোগ শুক্রবার গভীর রাতে তালা ভেঙে ২০ প্যাকেট সিগারেট , ৮ প্যাকেট বিস্কুট, কয়েন টাকা সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে যায় চোর ।

Birbhum: সাহস ভাবুন! কেষ্টর অনুপস্থিতিতে তাঁর ডেরাই ফাঁকা করে দিল চোর, আবার ডিমও ভেজে খেল! বোলপুরে হইচই
ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে
Image Credit source: TV9 Bangla

Follow Us

বীরভূম: কেষ্টর অনুপস্থিতির সুযোগে তার দোকানে অভিনব চুরির ঘটনায় চাঞ্চল্য বোলপুরে। কেষ্টর দোকানের ডিম ভেজে খেয়ে ও বিক্রি করে বাড়ি গেল চোর। কৃষ্ণগোপাল দাস ওরফে কেষ্ট। বোলপুরের নেতাজি মার্কেটের সামনে রয়েছে তাঁর দীর্ঘদিনের দোকান। অভিযোদ, তাঁর দোকানে
প্রথম দিনে দোকানের সামগ্রী চুরি যায়। পরের দিন চোর এসে কিছু না পেয়ে, ডিম ভেজে বিক্রি করে নিজেও খেয়েছে ওই চোর। সমস্ত ঘটনা ধরা পরেছে সিসিটিভি ক্যামেরায় । ঘটনা তদন্তে বোলপুর থানার পুলিশ ।

বোলপুরের নেতাজি মার্কেটের সামনে দীর্ঘ পাঁচ বছর ধরে চা, ডিম টোস্ট বিক্রি করেন কৃষ্ণ গোপাল দাস ওরফে কেষ্ট । অভিযোগ শুক্রবার গভীর রাতে তালা ভেঙে ২০ প্যাকেট সিগারেট , ৮ প্যাকেট বিস্কুট, কয়েন টাকা সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে যায় চোর । শনিবার দোকানের কিছু জিনিস রেখে প্রায় সবই বাড়ি নিয়ে চলে যান ‘কেষ্টদা’ । ফের রবিবার গভীর রাতে চোর হানা দেয়। আবার সেই কেষ্টর দোকানে ততক্ষণে দোকান সব ফাঁকা ।

দোকানে আছে শুধু ২০ পিস ডিম আর পাউরুটি । কিছু না পেয়ে চোর কাগজ সংগ্রহ করে ডিম ভাজার খোলা বের করে ডিম ভাজতে শুরু করেন । ১২.৩০ নাগাদ দোকান খোলা দেখতে পেয়ে এক গাড়ি চালক এসে রীতিমতো ডিম ভাজা খান ।  সিসিটিভিতে দেখা যায়,  গাড়ি চালক জিজ্ঞেস করেন, এত রাতে দোকান খোলা কেন? চোর আবার বলেন ‘আমার চাচার দোকান এখন নেই।’ গাড়িচালক টাকা দিয়ে তিনি চলে যান । তারপরই রীতিমতো চেয়ারে বসে মজা করে ডিম ভাজা খেয়ে এলাকা ছাড়েন চোর। আজব এই চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

Next Article