Birbhum: এতগুলো ১০ টাকার কয়েন জমিয়ে ১ লক্ষ টাকার বাইক কিনলেন লটারি বিক্রেতা

হিমাদ্রী মণ্ডল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 30, 2023 | 12:19 PM

Birbhum: সম্প্রতি, তামিলনাড়ুতে ১০ টাকার কয়েন দিয়ে চারচাকা গাড়ি কিনে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন এক যুবক। এবার বীরভূমের রামপুরহাট থানার চাকপাড়া গ্রামে ধরা পড়ল এহেন ছবি। বীরভূমের রামপুরহাট থানার চাকপাড়া গ্রামে বসবাস করেন তাপস লেটে। তিনি লটারি বিক্রেতা।

Birbhum: এতগুলো ১০ টাকার কয়েন জমিয়ে ১ লক্ষ টাকার বাইক কিনলেন লটারি বিক্রেতা
এতগুলো টাকা জমিয়ে গাড়ি কিনলেন লটারি বিক্রেতা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

রামপুরহাট: ঝুলি থেকে বেরচ্ছে শুধু দশ টাকার কয়েন। আর তা গুনে চলেছেন দু’জন কর্মচারি। টাকার অঙ্কটা প্রায় লক্ষাধিক হবে। আর সেই কয়েন গুনতে কার্যত হিমশিম খেলেন ওই গাড়ির শোরুমের মালিক থেকে কর্মী। কারণ এক ব্যক্তি মোটর বাইক কিনলেন ব্যাগ ভর্তি ১০ টাকার কয়েন নিয়ে গিয়ে।

সম্প্রতি, তামিলনাড়ুতে ১০ টাকার কয়েন দিয়ে চারচাকা গাড়ি কিনে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন এক যুবক। এবার বীরভূমের রামপুরহাট থানার চাকপাড়া গ্রামে ধরা পড়ল এহেন ছবি। বীরভূমের রামপুরহাট থানার চাকপাড়া গ্রামে বসবাস করেন তাপস লেটে। তিনি লটারি বিক্রেতা। দীর্ঘদিন থেকেই তার ইচ্ছে ছিল কয়েন ভাঙিয়ে বড় কিছু কেনার। সেই মতোই দশ টাকার কয়েনগুলি জমাতে শুরু করেন তিনি। তারপর প্রচুর কয়েন জমে গেলে তিনি সেগুলো নিয়ে সোজা চলে যান মল্লারপুরে মোটর বাইকের শোরুমে। সেখানে গিয়ে ১ লক্ষ ১ হাজার ৩১০ টাকার বাইক কেনেন।

তাপসবাবুর সঙ্গে ছিলেন তাঁর এক আত্মীয়। তাঁরা গাড়ি পছন্দের পর যখন টাকা দিতে যান তখনই চোখ বিস্ফারিত হওয়ার জোগাড়। ১০ টাকার কয়েন ভর্তি থলি তুলে তাপসবাবু তুলে দেয় মালিকের হাতে। ওই শোরুমের ম্যানেজারের বলেন,”যেহেতু কয়েনের সংখ্যা অগুনতি তা তাই গুনতে দীর্ঘক্ষণ সময় লেগে যাবে ৷ সেই কারণেই প্রথমে তা নিতে দ্বিধা বোধ করি> কিন্তু যেহেতু ১০ টাকার কয়েন বৈধ।” এরপর পাঁচজন মিলে প্রায় দু’ঘণ্টা ধরে গুনলেন সেই টাকা। এরপর ওই ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় নতুন গাড়ির চাবি। এ দিকে নতুন গাড়ি পেয়ে স্বভাবতই রীতিমত উচ্ছ্বসিত ওই লটারি বিক্রেতা।

Next Article